৩০ হাজার চাকরি রেডি, কাজের সূত্রে পড়ুয়াদের বিদেশে না যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : নেতাজি ইনডোর স্টেডিয়াম স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থনৈতিকভাবে বৈষম্যের অভিযোগ আনলেন তিনি। এছাড়াও কয়েক লক্ষ নতুন কর্মসংস্থানের ঘোষণাও শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়।

ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তার বক্তব্য, অর্থনৈতিক দিক থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে “অনৈতিকভাবে ব্লক” করা হয়েছে বাংলাকে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণের একটি অনুষ্ঠানে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি রাজ্যের শিক্ষা পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “প্রায় ছয় মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে ১০০ দিন প্রকল্পের কাজের টাকা। বাংলার বাড়ি প্রকল্পের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে।” পাশাপাশি ইউজিসি টাকাও আসছে না বলে অভিযোগ করেন তিনি‌। এছাড়াও মুখ্যমন্ত্রীর কথায়, “হঠাৎ করে লক্ষ্য করছি বাংলাকে অর্থনৈতিকভাবে ব্লক করে দেওয়া হয়েছে।” যদিও সেই সঙ্গে জব ফেরারের প্রসঙ্গ তুলে ধরে ১০ লক্ষ কর্মসংস্থান কথা উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, “ইতিমধ্যেই ৩০ হাজার চাকরি হয়ে গেছে। বাকিগুলো আমরা দিয়ে দেব।”

mamata student credit card

এর পাশাপাশি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন,”বাংলার মেধা হলো সবচেয়ে গর্বের মেধা।” সেই সঙ্গে বাংলার পড়ুয়াদের উদ্দেশ্যে আক্ষেপের সুরে বলেন, “সবার কাছে আমার একটাই অনুরোধ, চাকরির জন্য তোমরা সবাই যদি বিদেশে চলে যাও তাহলে আমাদের দেশ চলবে কি করে? তোমরা বাইরে পড়াশোনা করতে যাও, কিন্তু পড়াশোনা শেষে ফের এখানে ফিরে এসো।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর