বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতি ও নীতিশাস্ত্রে আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন এক দিকপাল। মানুষের জীবনের জীবন বোধ সম্পর্কে একাধিক আলোচনা করে গিয়েছেন প্রাচীন ভারতের মহান এই পন্ডিত। আজও বিশ্বের প্রতিটি প্রান্তে আচার্য চাণক্যকে মহান এক পন্ডিত হিসাবে বিবেচনা করা হয়। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর নীতি অনুসরণ করে চললে জীবন সফলতার পূর্ণ হতে পারে।
সন্তান সম্পর্কে আচার্য চাণক্যর (Acharya Chanakya) মত
‘কৌটিল্য’ নামে খ্যাত আচার্য চাণক্য (Acharya Chanakya) তাঁর একাধিক বাণীর মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে গিয়েছেন। তেমনই সন্তানের এমন কিছু গুণ সম্পর্কে আচার্য চাণক্য বলে গিয়েছেন যেগুলি থাকলে সৌভাগ্যবান হন পিতা-মাতা। প্রাচুর্যে ভরে ওঠে সন্তানের বাবা-মায়ের জীবন। সন্তানের মধ্যে ইতিবাচক গুণাবলী থাকুক সেটা চান প্রত্যেক বাবা-মা।
আরোও পড়ুন : টোলে আর হবে না যানজট! প্রাইভেট গাড়ির জন্য নয়া পরিকল্পনা গড়করির
সন্তানকে (Child) আদর্শ হিসাবে গড়ে তুলতে অভিভাবকরা দিনরাত পরিশ্রম করেন। তবে চাণক্যর মতে, সন্তানের মধ্যে বিশেষ কিছু গুণাবলী লক্ষ্য করা গেলে তার বাবা-মা বিপুল পরিমাণ ধন-সম্পদের অধিকারী হন। সংস্কৃতিমনস্ক সন্তান প্রত্যেকটি পরিবারের গর্ব। প্রবীনদের সম্মান করা, প্রণাম করা প্রত্যেকটি সন্তানের কর্তব্য। সংস্কৃতিমনস্ক সন্তানের ফলে বাবা-মা সম্পদশালী হন।
ভালো ও খারাপের পার্থক্য বুঝতে হবে প্রত্যেকটি শিশুকে। ছোটবেলা থেকে যদি ভালো ও খারাপের পার্থক্য একটি শিশু বুঝতে পারে তাহলে বাবা-মায়ের কোনো চিন্তা থাকে না। জ্ঞানের গুরুত্ব বোঝে এমন সন্তান পরবর্তী জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হয়। শিক্ষা ছাড়া কারোর অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষিত সন্তান পিতা-মাতার গৌরবের কারণ হয়ে ওঠেন।