বাংলা হান্ট ডেস্ক: ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যুপথে পৌঁছে গেল এক শিশু। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির জেরেই ওই শিশুর মৃত্যু হয়েছে কোনো চিকিৎসা না পেয়ে।
11 জুন সাগর দত্ত মেডিকেলে জন্ম হয় ওই শিশুর। তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে জন্মের পরেই। চিকিৎসকরা জানান, ভেন্টিলেশনে রাখতে হবে ওই শিশুকে। কিন্তু সাগর দত্ত মেডিকেলেও পড়ে রাজ্যজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আঁচ। এর জেরেই কোনো চিকিৎসা জনিত সুযোগ সুবিধা পায় না ওই শিশু। অভিযোগ, ভেন্টিলেশন পরিষেবা পাওয়া যায়নি NRS, আর জি কর ও ফুলবাগান শিশু হাসপাতাল ঘুরেও।
সাগর দত্ত মেডিকেলের এক চিকিৎসক বিষয়টি জানানোর জন্য ফোন করেন স্বাস্থ্য ভবনে। কিন্তু অভিযোগ সেই ফোনের কোনো উত্তর পাওয়া যায় না সেখান থেকে। শিশুর বাবা অভিজিৎ মল্লিক বলেন, “ডাক্তারদের কর্মবিরতির ফলেই আমার বাচ্চার মৃত্যু হয়েছে।”