বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়েছে ‘কেবিসি জুনিয়র’ (KBC)। অমিতাভ বচ্চনের সামনে হটসিটে বসছে খুদে প্রতিযোগীরা। তাদের সঙ্গে প্রশ্ন উত্তর, মজার আড্ডায় মেতে উঠছেন বিগ বিও। কিন্তু সম্প্রতি এই শোয়ের এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অবাক করা বিষয়, নিন্দা সমালোচনার কেন্দ্রে রয়েছে এক বছর দশের খুদে পড়ুয়া।
কেবিসিতে (KBC) খুদের ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কেবিসিতে (KBC) অমিতাভের সামনে হট সিটে বসতে দেখা যায় পঞ্চম শ্রেণির এক খুদেকে। সবার মতোই ওই খুদেকেও খেলার নিয়ম বোঝাতে শুরু করেছিলেন অমিতাভ। কিন্তু তার আগেই অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে ওই পড়ুয়া বলে ওঠে, ‘আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি সব জানি। আপনি শুধু অপশন দিন তো’।
কী কাণ্ড ঘটায় খুদে: এমনকি ‘রামায়ণ’ নিয়ে একটি প্রশ্ন করতে গেলেও অমিতাভের (KBC) বলা শেষ হওয়ার আগেই সে বাজার বাজিয়ে জবাব দিতে যায়। তাচ্ছিল্য ভরে খুদে এও বলে ওঠে, ‘এটা আবার কোনও প্রশ্ন হল নাকি!’ কিন্তু অচিরেই অবশ্য খুদের অতিরিক্ত আত্মবিশ্বাসে জল পড়ে।
আরও পড়ুন : ঘুরতে যাবেন দীপাবলিতে? পকেটে ধাক্কা অনিবার্য! চাহিদার চাপে আকাশছোঁয়া বিমান টিকিটের ভাড়া
চলছে দেদার সমালোচনা: তাচ্ছিল্য করা রামায়ণের প্রশ্নের ভুল জবাব দিয়ে কোনও পুরস্কার মূল্য না জিতেই হটসিট ছাড়তে হয় তাকে। এদিকে মাত্র দশ বছর বয়সী খুদের ভিডিও ভাইরাল (KBC) সোশ্যাল মিডিয়ায়। মূলত তাঁর ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ দেখেই নেটিজেনরা স্তম্ভিত, বিরক্ত। বিশেষ করে ছেলের হাবভাব দেখে বাবা মায়ের হাসি দেখে তাঁদেরও তীব্র সমালোচনা করেছেন অনেকে।
আরও পড়ুন : বক্সার ‘ফুলকি’ এবার বড়পর্দায়, ‘প্রোমোশন’ হতেই বন্ধ হচ্ছে সিরিয়াল?
প্রশ্ন উঠেছে, ‘প্যারেন্টিং’ নিয়ে। বর্তমানে এই প্রজন্মকে কি একটু বেশিই ছাড় দেওয়া হচ্ছে, যাতে গুরুজনদের নূন্যতম সম্মানটুকুও তারা করতে শিখছে না? এই প্রশ্নই তুলে দিয়েছে ভিডিওটি। আবার কয়েকজন মন্তব্য করেছেন, এতে তো বাচ্চাটির কোনও দোষ নেই। বাবা মাকে দেখেই ছোটরা শেখে। এই ট্রোলিং শিশুটির মনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন অনেকে।