ব্যাগে করে বাচ্চা চুরি? ওই মহিলা আসলে কে? পরিচয় সামনে আনল রেল পুলিশ, জেনে চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: ব্যাগের মধ্যে বাচ্চা ভরে শিশু কিছু পাচারের ঘটনায় বুধবার সাত সকালে উত্তাল হয়ে উঠেছিল বিরাটি স্টেশন (Birati Station) চত্ত্বর। কিন্তু জানা যাচ্ছে, বাচ্চা চুরির (Child Trafficking) যে অভিযোগ তোলা হয়েছিল তা সম্পূর্ণ অসত্য। আসলে নাকি কোনো  চুরির ঘটনাই ঘটেনি। আর যাকে চোর বলে সন্দেহ করা হয়েছিল তিনি আদতে নাকি ওই বাচ্চাটির মা হন।

জানা যাচ্ছে রেলের প্রাথমিক তদন্ত থেকে নাকি এমনই তথ্য উঠে এসেছে। বুধবার সাত সকালে বিরাটি স্টেশনে শিয়ালদাগামী লোকাল ট্রেনে ওঠা মহিলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ছেলে ধরার সন্দেহে ট্রেনের ভিতর অভিযুক্তকে গণপিটুনি দেওয়ারও অভিযোগ উঠেছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ।

তবে প্রাথমিক তদন্তের পরেই উঠে এল এক চাল্যকর তথ্য। জানা গেল ওই মহিলার আসল পরিচয়। রেল পুলিশ জানিয়েছে বাচ্চাটির মা ওই মহিলাই নাকি  শিশুটির মা। তাই বাচ্চা চুরির অভিযোগ একেবারেই  সত্যি নয়। জানা যাচ্ছে ইতিমধ্যেই ওই মহিলার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত বুধবার সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই অভিযুক্ত মহিলা।

আরও পড়ুন: DA আন্দোলনের মধ্যে বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের, বেজায় খুশি সরকারি কর্মীরা

সেসময় ওই মহিলার সাথে থাকা বাজারের ব্যাগ নড়াচড়া করতে দেখে সন্দেহ হয় যাত্রীদের। এরপরই তারা জানতে চান ব্যাগের মধ্যে কী রয়েছে? প্রথমে ব্যাগ দেখতে অস্বীকার করলেও পরে তিনি ব্যাগ দেখাতে বাধ্য হন। এরপরই দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে কাপড়ে মোড়ানো এক শিশু। তারপরেই বিরাটি স্টেশন আসতেই ওই মহিলা যাত্রীকেটেনে নামানো হয়। আর তারপরেই তাকে আটক করে রেল পুলিশের হাতেও তুলে দেওয়া হয়।

birati 4

পুলিশের বক্তব্য, তারা সবদিক খতিয়ে দেখেছে। ওই মহিলাই যে শিশুটির মা তাতে নাকি কোনও সন্দেহ নেই। জানা যাচ্ছে ওই মহিলার পরিবারের লোক না আসা পর্যন্ত তারা রেল পুলিশের নিরাপত্তাতেই থাকবেন। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই বিরাটি স্টেশন চত্বরে ক্ষুব্ধ জনতা রেললাইন-ও  অবরোধ করেছিলেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর