ভারতকে নিয়ে অপপ্রচার করতে গিয়ে নাক কাটা গেল চীনের, বিশ্বের সামনে পুড়ল মুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়ো খবর ছড়াচ্ছিল চীন। এবার হাতেনাতে ধরল ভারত। ফলে বিশ্বের সামনে মুখ পুড়ল চীনের। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চীনের এহেন চক্রান্তে তোলপাড় গোটা বিশ্ব।

চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস ভারতের ব্যাপারে ভুয়ো খবর প্রকাশ করে। ইউক্রেন ইস্যুতে বিতর্ককে উসকে দিতে গ্লোবাল টাইমসে বলা হয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রতি সমর্থন দেখাতে দিল্লির কুতুব মিনারকে রাশিয়ার জাতীয় পতাকার রঙের আলোতে সাজিয়েছে ভারত।’ এই ভুয়ো খবরের সঙ্গে সঙ্গে কুতুব মিনারের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয় চীনের তরফে। সেই ছবিতে কুতুব মিনারকে রাশিয়ার পতাকার আদলে লাল এবং নীল রঙে রঙ্গিন হয়ে দেখা যায়।

আদপে একটি অর্ধসত্য প্রকাশ করে ভারতের ভাবমূর্তি নষ্ট করে কুৎসা রটাতে চাইছিল চীন। প্রকৃতপক্ষে ভারতের ভেষজঔষধি প্রকল্পের থিমেই লাল এবং নীল আলো দিয়ে সাজানো হয়েছিল কুতুব মিনারকে। ৫ থেকে ৭ মার্চ অবধি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে ওই বিশেষ থিমে সাজানো হয় কুতুব মিনারকে। এমনকি ৫ মার্চ ওই ছবিটি নিজেদের ট্যুইটারে শেয়ারও করে ইন্ডিয়ান ফোক মেডিসিন নামক একটি পেজ। সেখানে লেখা হয়, ‘৫ থেকে ৭ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে ভেষজ ঔষধি প্রকল্পের থিমে সেজে উঠেছে কুতুব মিনার।’

কিন্তু এই খবরকে বিকৃত করে বিশ্বকে মিথ্যা বার্তা দিতে চায় চীন। তবে তাদের সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে সবার সামনে ধরা পড়ে যেতে হয় তাদের। বিশ্বের সামনে মিথ্যে বলে বেইজ্জত হয়ে এখন মুখ লুকোনোরই জায়গা খুঁজছে জিনপিং সরকার।

X