গুগলের থেকে ডেটা চুরি, ধরা পড়ল চালাক চিনের চিটিংবাজি! মুখ পুড়ল ড্রাগনের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের পড়শি দেশ চিন (China) প্রায়শই বিভিন্ন সব উদ্ভট কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে উঠে আসে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আবার ওঠে চুরির অভিযোগও। কখনও তথ্য চুরি আবার কখনও গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদ্ধ হতে হয়েছে চিনকে। এদিকে, এমন তথ্যও সামনে এসেছে যে চুরি করা কোনো দ্রব্য নিজের বলেও বিক্রি করেছে চিন। ঠিক সেইরকমই এক চাঞ্চল্যকর বিষয় এবার সামনে এসেছে।

এছাড়াও, সেই সম্পর্কিত প্রমাণও এসেছে প্রকাশ্যে। যেটি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন এবার Google-এর AI ব্লুপ্রিন্ট চুরি করার চেষ্টা করেছিল। যার জন্য তারা Google-এর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে। তবে, ওই চুরি করতে গিয়েই ধরা পড়েছে চিন।

China caught stealing data from Google

এইসব ফাইল চুরি হয়েছে: জানিয়ে রাখি যে, Google-এর গোপনীয়তা চুরির অভিযোগে লিনওয়েই ডিং নামে একজন ৩৮ বছর বয়সী চিনা নাগরিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে, চিন দীর্ঘদিন ধরে আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলির ওপর গুপ্তচরবৃত্তি করে আসছে। এমতাবস্থায়, এটি বন্ধ করতে আমেরিকার বাইডেন সরকার একটি টাস্ক ফোর্স তৈরি করেছে। ওই টাস্ক ফোর্স যারা প্রযুক্তি চুরি করে তাদের চিহ্নিত করে।

আরও পড়ুন: মহিলাদের জন্য সম্পদের চাবিকাঠি হয়ে উঠবে এই স্কিমগুলি! Women’s Day-তেই করে ফেলুন বিনিয়োগ

এমতাবস্থায়, জানা গিয়েছে ডিং হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার চুরি করেছেন। জানিয়ে রাখি যে, Google এখন AI মডেল নিয়ে কাজ করছে। আর সেটির ওপরেই গোপনে নজর রাখছিল চিন। এছাড়া চিপসেট ও মেশিন লার্নিংয়ের ব্লুপ্রিন্টও চুরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রতিরক্ষা খাতে হবে ইতিহাস! আধুনিক ফাইটার জেটের বিশাল কোম্পানি তৈরির পথ প্রশস্ত কেন্দ্রের

৫০০-রও বেশি গোপন ফাইল চুরির অভিযোগ: জানা গিয়েছে, ওই চিনা নাগরিক ২০১৯ সাল থেকে Google-এ কাজ করছেন। মনে করা হচ্ছে যে, তিনি ২০২৩ সালের মে মাসের মধ্যে ৫০০ টিরও বেশি গোপন ফাইল চুরি করেছেন। তথ্য চুরির সন্দেহে গত ৪ জানুয়ারি ২০২৪-এ Google-এর তরফে ডিং-এর কাছ তাঁর ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। এমন পরিস্থিতিতে, গোপন ফাইল চুরির জন্য অভিযুক্তকে ১০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। এছাড়াও, দিতে হতে পারে ২,৫০,০০০ ডলারের জরিমানাও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর