জোর ঝটকা! কাঙাল পাকিস্তানে টাকা ঢালা বন্ধের সিদ্ধান্ত চীনের, না খেয়ে মরবে গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক: বিপদের সময়, বন্ধু এখন দূরে যাচ্ছে। পাকিস্তানের (Pakistan) থেকে এবার দূরত্ব বাড়াচ্ছে চীন (China)। বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর অধীনে জ্বালানি, জল ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে অস্বীকার করেছে চীন। যার ফলে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঙ্গলবার একটি বিষয় সামনে এসেছে, যা দুই দেশের বন্ধুত্বে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। সিপিইসির ১১তম জয়েন্ট কো-অপারেশন কমিটির (জেসিসি) বৈঠকের বিবরণ উদ্ধৃত করে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকা এই খবর প্রকাশ করেছে। জেসিসি, সিপিইসির কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।

ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে বেজিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে।এতে বলা হয়, চীন সিপিইসি-র (CPEC) অধীনে জ্বালানি, জল ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের বেহাল দশার কথা দিনকয়েক আগেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বব্যাঙ্ক (World Bank)। এবার চীনও কার্যত দূরে সরতে শুরু করেছে। হতদরিদ্র পাকিস্তানে বেশি অর্থ বিনিয়োগ করার মানসিকতায় নেই চীন। ব্যবসায়িক সুবিধা ছাড়া পাকিস্তানের জন্য অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করতে চাইছে না চীন।

স্বাভাবিকভাবেই চীনের এহেন আচরণে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের কপালে। এরই মধ্যে চীনের একটি দাবিও মানতে বাধ্য হয়েছে তারা। বেলুচিস্তান প্রদেশের গোয়াদরে একটি নতুন আমদানি করা কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতা থেকে আপাতত সরে এসেছে পাকিস্তান। পাশাপাশি চীনের আরও কয়েকটি দাবি মেনে নিয়েছে তারা।

China,Pakistan,Economic Corridor,পাকিস্তান,চীন,Money,Invest,India,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor,World Bank

তাহলে বোঝাই যাচ্ছে, পাকিস্তানের কঙ্কালসার অর্থনৈতিক (Economic) অবস্থার সুযোগ নিয়ে চীন তাদের স্বার্থকায়েমে এতটুকু পিছু হটছে না। বরং একের পর এক সিদ্ধান্ত তারা চাপিয়ে যাচ্ছে।