ভারতে মিলেছে লিথিয়ামের ভান্ডার! ভবিষ্যতের পেট্রোলের সন্ধান পেয়ে কড়া টক্কর দিল চিন

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের (India) জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের (Lithium) বিশাল ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে যে, সেখানে প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুত রয়েছে। এদিকে, বিশ্বজুড়ে লিথিয়ামের বিপুল চাহিদা পরিলক্ষিত হয়। পাশাপাশি, এটিকে “সাদা সোনা”-ও বলা হয় থাকে। এমতাবস্থায়, ভারতে লিথিয়ামের বিপুল ভান্ডারের সন্ধান পাওয়া নিঃসন্দেহে একটি বড় ব্যাপার।

তবে, এক্ষেত্রে সম্প্রতি চিন ভারতকে বড় টক্কর দিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সোডিয়াম থেকে ব্যাটারি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছে চিন। শুধু তাই নয়, লবনে থাকা সোডিয়ামকে বিজ্ঞানীরা ভবিষ্যতের পেট্রোল হিসেবেও অভিহিত করেছেন। এই সোডিয়াম ব্যাটারি লিথিয়ামকেও পেছনে ফেলে দেবে।

উল্লেখ্য যে, সোডিয়াম থেকে তৈরি ব্যাটারি লিথিয়ামের চেয়ে সস্তা হবে। এর কারণ হল লিথিয়ামের তুলনায় সোডিয়ামের দাম অনেক কম। এদিকে, রাসায়নিকভাবে সোডিয়াম ব্যাটারি লিথিয়ামের মতোই হয়। এই ব্যাটারিগুলিকে বহুবছর যাবৎ প্রতিদিন রিচার্জ করা সম্ভব। পাশাপাশি, লিথিয়ামের তুলনায় এগুলিতে বেশি শক্তি থাকে।

সোডিয়াম ব্যাটারি বরফের মধ্যেও কাজ করতে সক্ষম: এছাড়াও, লিথিয়ামের তুলনায় সোডিয়াম ব্যাটারিতে আরও কিছু সুবিধা উপলব্ধ রয়েছে। এই ব্যাটারিগুলি তাপমাত্রা হিমাঙ্কে পৌঁছনোর পরেও পুরোপুরিভাবে চার্জ হয়ে যায়। যা লিথিয়াম ব্যাটারিগুলি করতে পারে না।

প্রথম কারখানা তৈরি হচ্ছে চিনে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিনের চাংসায় সোডিয়াম ব্যাটারির জন্য বিশ্বের প্রথম কারখানা নির্মিত হচ্ছে। এটির আয়তন হবে বিশাল। পাশাপাশি জানা গিয়েছে, চিন ২০ টি সোডিয়াম ব্যাটারি কারখানা স্থাপন করতে চলেছে। চিনের কোম্পানি সিটিএল বর্তমানে বড় পরিসরে সোডিয়াম ব্যাটারির উৎপাদন শুরু করবে।

whatsapp image 2023 04 18 at 6.15.13 pm

পাশাপাশি, এই সোডিয়াম ব্যাটারি গাড়িতেও ব্যবহার করা যাবে। দু’ বছরের মধ্যে সোডিয়াম ব্যাটারি বাজারের ৯৫ শতাংশ দখল করবে চিন। তবে, সোডিয়াম ব্যাটারি আকারে কিছুটা বড় হয়। আর এটাই এই ব্যাটারির একটি প্রধান সমস্যা। জানিয়ে রাখি, গত বছর চিন সোডিয়াম ব্যাটারি কিভাবে তৈরি করা যায় তা আবিষ্কার করেছে। এর আগে ১৯৭০-এর দশক থেকে আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীরা সোডিয়াম ব্যাটারি তৈরি করার চেষ্টা করলেও শেষপর্যন্ত চিনা বিজ্ঞানীরা সাফল্য অর্জন করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর