নানা বিতর্কের মধ্যে এবার WHO এর পাশে চীন, সাহায্য করল ৩০ মিলিয়ন ডলার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসকে (COVID-19) কেন্দ্র করে আমেরিকা WHO -এর অর্থ সাহায্য বন্ধ করায়, এবার চীন (China) করল আর্থিক সাহায্য। করোনা ভাইরাসের বিষয়ে WHO -কে দোষারোপ করে অর্থ সাহায্য বন্ধ করেছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চীন ৩০ মিলিয়ন ডালার অর্থ সাহায্যের আশ্বাস দিল।

চীনের করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমেরিকার সরকার বহুবার চীনকে দোষারোপ করেছে। এবং এই মারণ ভাইরাসের কারণে চীনকে সাহায্য করছে WHO, এমনটা দোষারোপ করে আমেরিকা আর্থিক সাহায্য দেওয়া থেকে বরখাস্ত করেছে WHO-কে। তবে এবার সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়াল চীন। দিল আর্থিক সাহায্যের আশ্বাস। ৩০ মিলিয়ন ডলার দিয়ে WHO -এ সাহায্য করবে বলে জানিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের সংকটের থেকে বিশ্বের আক্রান্ত দেশগুলোকে এই সংকটের থেকে মুক্ত করার জন্য বর্তমানে WHO -এ ৩০ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে মার্চ মাসে ২০ মিলিয়ন ডলার ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে’। আমেরিকা পাশে না থাকলেও, এখন WHO -এর পাশে দাঁড়িয়েছে চীন।

schemaOrgLogo

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ত্রাস সৃষ্টি করেছে। সমগ্র বিশ্ব এখন আতঙ্কিত এই ভাইরাসকে কেন্দ্র করে। দাবানলের মতো সমগ্র বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই মারণ ভাইরাসের কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা। এখনও অবধি আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ মানুষ এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। আবার সমগ্র বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৭ লক্ষেরও বেশি মানুষ এবং ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। ভারতে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ২৩ হাজারেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৭২২ জনের। চিকিৎসকরা জোরকদমে চেষ্টা চালাচ্ছে এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য।


Smita Hari

সম্পর্কিত খবর