সব দাদাগিরি শেষ! ভারতের অ্যাকশনেই সুর নরম চিনের, করে দিল বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: পূর্ব লাদাখে ভারতের অ্যাকশনের পর চিন (China-India) তার মনোভাব বদলাতে শুরু করেছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রক গত বৃহস্পতিবার জানিয়েছে যে, তাদের এবং ভারতের সেনাবাহিনী পূর্ব লাদাখে অচলাবস্থা শেষ করার প্রস্তাবগুলি “বিস্তৃতভাবে এবং কার্যকরভাবে” বাস্তবায়ন করছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, “আমরা সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় পক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।”

সুর নরম চিনের (China):

প্রসঙ্গত উল্লেখ্য যে, পূর্ব লাদাখ সেক্টরে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিনা (China-India) প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, “বর্তমানে, চিনা ও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত অঞ্চল সম্পর্কিত প্রস্তাবগুলি ব্যাপকভাবে এবং কার্যকরভাবে বাস্তবায়ন করছে।”

China-India new relation update.

জানিয়ে রাখি যে, ভারত এবং চিন (China-India) গত বছরের শেষে ডেপসাং এবং ডেমচোক থেকে সেনা প্রত্যাহারের জন্য একটি চুক্তি চূড়ান্ত করার পরে এই (সৈন্য প্রত্যাহার) প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পূর্ব লাদাখের এই দু’টি সংঘর্ষ পয়েন্ট থেকে সেনা প্রত্যাহারের সাথে সাথে ৪ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের অচলাবস্থার অবসান ঘটে।

আরও পড়ুন: একী কাণ্ড! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না রোহিত শর্মা? মিলল বড় আপডেট

এদিকে এই চুক্তি চূড়ান্ত হওয়ার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং গত ২৩ অক্টোবর রাশিয়ার কাজানে বৈঠক করেন। ওই বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন প্রক্রিয়া পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীকালে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের (China-India) বিদেশমন্ত্রী ওয়াং ই গত বছরের ১৮ ডিসেম্বর বেজিংয়ে ২৩ তম বিশেষ প্রতিনিধি (এসআর) স্তরের আলোচনা করেন। এদিকে, ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি আগামী ২৬ জানুয়ারি চিনের রাজধানীতে সফর করেন এবং তাঁর চিনা প্রতিপক্ষ সান ওয়েইডংয়ের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন: প্রয়াণের আগেই করে গিয়েছিলেন নির্ধারণ! অবশেষে পূরণ হল রতন টাটার ইচ্ছে

এমতাবস্থায়, একের পর এক আলোচনার পর দুই দেশই (China-India) দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি, ভারত জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি ফিরিয়ে না আনলে চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারবেনা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর