চীনের কোমর ভাঙতে কড়া পদক্ষেপ নিল আমেরিকা, চরম ক্ষতির সম্মুখীন হবে ড্রাগন

বাংলা হান্ট ডেস্কঃ চীনের (China) জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা বারবার সামনে এসেছে সংবাদমাধ্যমে। প্রায় ১০ লক্ষ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই প্রদেশ ডিটেনশন ক্যাম্পে রেখেছে চীন। শুধু তাই নয়, তাদের উপর ক্রীতদাসের মত অত্যাচার চলছে।

এবার চীনকে শিক্ষা দিতে ব্যবসায়িক ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষত ভিগার মুসলিমদের উপর যেভাবে অত্যাচার চলছে তা দেখে চোখ বন্ধ করে থাকা যায় না বলেই দাবি তোলে মার্কিন সিনেট (American Senate)।

যার জেরে সিনেটে পাশ হল, চীন বিরোধী একটি বিল। এই বিলে বলা হয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের উপর শোষণের মাধ্যমে চীন যে পণ্য উৎপাদন করছে তা আমদানি করবেনা মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, বহু বড় মার্কিন সংস্থা, চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি করে। এই বিলের কারণে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে চীন সরকার।

জানা গিয়েছে, এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে এই বিলের প্রসঙ্গ উত্থাপন করেন রিপাবলিকান এমপি মার্কো রুবিও (Marco Rubi) এবং ডেমোক্রেটিক এমপি জেফ মের্কলে (Jef Markle)। তারা বলেন, “সিপিসি বা কমিউনিস্ট পার্টি অফ চীন যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে চলেছে দেখে অন্ধের মতো চোখ বুজে থাকতে পারিনা আমরা। আমাদের এমন কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে চীন বুঝতে পারে মানবাধিকার লঙ্ঘন কখনোই সহ্য করা হবে না।”

উল্লেখ্য, এই বিল এখনও আইন হিসেবে স্বীকৃতি পায়নি। এই বিলকে আইন হিসেবে রূপ দিতে গেলে প্রথমে তা পাস করাতে হবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, তারপর রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) স্বাক্ষর পেলে এই বিল আইন হিসেবে পরিণত হবে। তবে সিনেটের সাংসদরা দ্রুত এটিকে প্রতিনিধি কক্ষে পেশ করার কথা জানিয়েছেন। আগামী দিনে এই আইন লাগু হলে যে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হবে চীনা সরকারকে তা বলাই বাহুল্য।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর