বাংলাহান্ট ডেস্ক : ভক্তদের জন্য আজ থেকে খুলে যাবে রামলালার দরজা। রাম আবেগে ভাসছে গোটা দেশ। অযোধ্যা নগরীতে যে আবেগের উৎপত্তি, তার রেশ গিয়ে পৌঁছেছে চিনা জওয়ানদের কাছেও। সমাজ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে চিনা জওয়ানদের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেল।
যদিও আমরা এই ভিডিওর সত্যতা যাচাই করিনি।গতকাল ছিল রামলালার প্রতিষ্ঠা। এদিন সমাজ মাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা মেজাজে নিয়ন্ত্রণ রেখায় খাবার টেবিল ভাগ করে নিয়েছেন ভারত ও চিনা জওয়ানরা। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় সৈনিকদের সাথে সুরে সুর মিলিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছেন লাল ফৌজের সেনারা।
আরোও পড়ুন : সাক্ষাৎ দেবদূত! ৩৯৭ জন যাত্রীর প্রাণ বাঁচালেন বাঙালি অভিনেতার পাইলট স্ত্রী, মিলল বীরের সম্মান
ডোকলাম থেকে গালওয়ান সংঘর্ষে জেরে তলানিতে ঠেকেছে ভারত-চিন সম্পর্ক। নিয়ন্ত্রণরেখা বরাবর কামানের নল উঁচিয়ে যুযুধান দুপক্ষই। তবে ভাইরাল এই ভিডিও যদি সত্যি হয় তাহলে বলা যেতেই পারে অল্প সময়ের জন্য হলেও হঠাৎ করে যেন দেখা মিলল ‘রাম রাজত্বের।’ উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করেন রামলালার। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সারা বিশ্বজুড়ে হিন্দুদের উন্মাদনা ছিল তুঙ্গে। গোটা দেশ এখন রাম ঘোরে বিভোর। রাম মন্দিরকে ঘিরে আবেগে ভাসছে গোটা দেশ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে গোটা দেশেই একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার তারই এক টুকরো ছবি দেখা গেল নিয়ন্ত্রণরেখায়।