মহাকাশে প্রথম রকেট উৎক্ষেপণ চীনের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বুধবার প্রথম মহাকাশে রকেট উৎক্ষেপণ করতে চলেছে চীন। বুধবার সমুদ্রে ভাসমান জাহাজ থেকে রকেট উৎক্ষেপণ করেছে চীন।

বেজিংয়ের সরকারি সংবাদ মাধ্যম এই সাফল্যের কথা উল্লেখ করে দাবি করেছে’দ্য লং মার্চ ইলেভেন’ এই রকেট সাতটি উপগ্রহ নিয়ে উড়েছে। এই সাতটি উপগ্রহের মধ্যে একটি আগামী দিনের সামুদ্রিক ঝড়ের পূর্বাভাস দেবে।

অনেকে মনে করছেন এই রকেট উৎক্ষেপণ ২০৩০ এর মধ্যে ‘প্রধান মহাকাশ শক্তি’ হিসেবে উঠে আসা নিয়ে আমেরিকার সাথে চীনের জোর লড়াইয়ের অংশ।

X