চমৎকার করে দিলো চীন! করোনার সাথে লড়াই করতে মাত্র ১০ দিনে বানিয়ে দিলো ১০০০ বেড এর হাসপাতাল

মারন ভাইরাস করোনাভাইরাস এর প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। ইতিমধ্যেই চীনে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০-র বেশি লোক মারা গিয়েছেন। এই কারণেই চীন সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছিল যে তারা আগামী ১০ দিনের মধ্যে একটি এমন হাসপাতাল তৈরি করবেন যাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা যায়।

Screenshot 3 1068x580 1
চীন সরকারের তরফ থেকে শুক্রবার ২৪ শে জানুয়ারি ঘোষণা করা হয়েছিল তারা ইউহান প্রদেশে একটি ১০০০ বেড বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে মাত্র ১০ দিনের মধ্যে যা ভারতে তৈরি করতে কম করেও ১০ বছর সময় লাগত। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই চীন সরকার এই হাসপাতাল তৈরি করে ফেলেছে।
এটা কোন সাধারন হাসপাতাল নয়, হাসপাতালটি প্রায় ২৫ হাজার বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট এবং এই হাসপাতাল তৈরিতে ৪ হাজারেরও বেশি জন শ্রমিক ১০ দিন ধরে কাজ করেছেন।
এছাড়াও করোনা ভাইরাসের মোকাবিলায় চীন ড্রোন বিমানের সাহায্য নিয়েছে। এই ড্রোন বিমান করোনা ভাইরাসের বিপদের ব্যাপারে চীনের জনতাকে সচেতন করছে। চীনের পুলিশ এখন এই ড্রোন বিমানের মাধ্যমে লোকেদের উপর নজরদারি করছে এবং ড্রোনের ক্যামেরা এবং স্পিকারের মাধ্যমে লোকেদের সচেতন করছে।
যদি এই মুহূর্তে কোন ব্যক্তি মাস্ক না পরে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ড্রোনের মধ্যে থাকা স্পিকার এর মাধ্যমে পুলিশের অধিকারীরা ব্যক্তিকে সচেতন করছেন। এই স্পিকার যুক্ত ড্রোন ভবিষ্যতেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে ব্যবহার করা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
অন্যদিকে ভারতে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য চীন থেকে আসা যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি শুরু করে দিয়েছে। বর্তমানে যাদের কাছে চীনের পাসপোর্ট রয়েছে এবং যাদের কাছে ইলেকট্রনিক ভিসা রয়েছে তারাও ভারতে আসতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো এয়ারলাইনস চীনের কিছু শহরে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে।

সম্পর্কিত খবর