চীনা ফোনের বাজার শেষ, এবার ভারতে লঞ্চ হচ্ছে সবথেকে সস্তার 5G ফোন! দাম, বৈশিষ্ট্য চমকে দেবে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে ৮ থেকে ৮০ সকলের হাতেই স্মার্টফোন (Smart Phone)। সাধারণ মানুষের চাহিদা মতন তাই নতুন নতুন স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলি। সম্প্রতি লঞ্চ করেছে ফাইভ জি (5g) কানেক্টিভেটিভ। তবে, ইচ্ছে থাকলেও অনেকেই কিনতে পারছেন না ৫জি ফোন। কারণ এর দাম অনেকটাই বেশি। তবে এবার খুশির খবর শোনালো রিলায়েন্স জিও (Reliance Jio Phone 5g)।

২০২২ সালের জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছে Reliance Jio Phone 5g স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। এমনকি প্রকাশ্যে এসেছে এর দাম এবং লঞ্চের সময়। তবে অনেকেই ভেবেছিলেন এই ফোন অনেকটাই দামি হবে। হয়তোবা মধ্যবিত্তের নাগালের বাইরেও হতে পারে। তবে বাস্তবে হলো না তেমনটা।

relience jio 5g phone

চলতি বছরের নভেম্বর মাসে অথবা আগামী বছরের শুরুর দিকেই আমাদের দেশে লঞ্চ করবে Reliance Jio Phone 5g। অন্তত এমনটাই দাবি করেছেন এক টুইটার ব্যবহারকারী। সবচেয়ে বড় কথা হলো মাত্র ১০ হাজার টাকা খরচ করেই  আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন এই স্মার্টফোন।

হ্যাঁ শুনতে অবাক লাগলেও এ কথা একেবারেই সত্যি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এহেন উদ্যোগ নিয়েছে এই কোম্পানি। এই প্রথমবার ভারতের বাজারে ফাইভ-জি স্মার্টফোনের দুনিয়ায় আসতে চলেছে সব থেকে সস্তার স্মার্টফোন। যদিও ইউনিসক নাকি মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এই ফোনে আপনি পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। থাকছে ২ মেকাপিক্সেল সেন্সর দ্বারা গঠিত ডুয়াল ক্যামেরা। পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এবং পেছনের প্যানেলে উলম্বভাবে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা মডিউল থাকছে। ব্যাক প্যানেলের মাঝখানে রয়েছে জিও লোগো।

এই ফোনটির ডিসপ্লে হতে চলেছে ৬.৫ ইঞ্চি। পাচ্ছেন ৫ হাজার এমএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট। ১৬০০*৭২০ মেগাপিক্সেলের এইচডি রেজোলিউশন। এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি আপনি পেয়ে যাবেন এই ফোনে।

Avatar
additiya

সম্পর্কিত খবর