বাংলা হান্ট ডেস্ক: অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। যেখানে বলা হয়েছে যে, যুদ্ধের সময়ে চিন পাকিস্তানের হয়ে ভারতের (India) ওপর গুপ্তচরবৃত্তি করেছিল। এমনকি, স্যাটেলাইট ডেটাও ভাগ করা হয়েছিল বলে জানা গিয়েছে।
ভারতের (India) বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্য করে চিন:
প্রতিরক্ষা মন্ত্রকের অধিভুক্ত থিঙ্ক ট্যাঙ্ক “সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ”-এর এই রিপোর্টে এই দু’টি বড় তথ্য প্রকাশ পেয়েছে। এদিকে, এই এই রিপোর্টটি এমন এক সময়ে সামনে এসেছে যখন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের আগুন কিছুটা স্তিমিত হয়েছে। এমতাবস্থায়, তৃতীয় পক্ষ অর্থাৎ চিনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, চিন পাকিস্তানের জয় নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু তাদের যোগসাজশ ভারতীয় সেনাবাহিনীর শক্তির সামনে টিকতে পারেনি।সেনাবাহিনী কেবল সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করেনি, বরং সুনির্দিষ্ট আক্রমণে বিপুল সন্ত্রাসবাদীকে হত্যাও করেছে।
চিন কীভাবে পাকিস্তানকে সাহায্য করেছে: রিপোর্ট অনুসারে, ভারতের (India) সামরিক মোতায়েনের ওপর নজরদারি করার জন্য চিন পাকিস্তানকে তার বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা পুনর্গঠন করতে সহায়তা করেছিল। এছাড়াও, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-তে হামলা এবং হামলা পরবর্তী সংঘাত শুরু হওয়ার ১৫ দিনের মধ্যে চিন পাকিস্তানের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থাকে ভারতের ওপর আরও ভালোভাবে নজরদারি করার ক্ষেত্রেও সাহায্য করেছিল।
এই প্রসঙ্গে থিঙ্ক ট্যাঙ্ক CJWS-এর মহানির্দেশক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অশোক কুমার জানিয়েছেন,
“চিন পাকিস্তানের রাডার মোতায়েনের ব্যবস্থা এমনভাবে করেছে যে আমরা যদি কোনও বিমান হামলা চালাই, তাহলে পাকিস্তান আগে থেকেই তা জানতে পারবে।”
আরও পড়ুন: চলতি সপ্তাহেই দেশকে ১০৩ টি হাই-টেক রেল স্টেশন উপহার দেবেন প্রধানমন্ত্রী! সামনে এল দিনক্ষণ
অস্বীকার করেছে পাকিস্তানের: এদিকে পাকিস্তান দাবি করেছে যে, তারা কেবল চিন থেকে প্রাপ্ত অস্ত্র ব্যবহার করেছে। যদিও, এই রিপোর্টটি পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। আরও বলা হয়েছে যে চিন পাকিস্তানকে কৌশলগত, গোয়েন্দা এবং প্রযুক্তিগত সহায়তা করেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, চিন এই সংঘাতকে তার প্রতিরক্ষা ব্যবস্থার “সরাসরি অগ্নিপরীক্ষা” হিসেবে দেখেছে। তবে, মূল্যায়নে বলা হয়েছে যে চিনের অনেক সিস্টেম “ব্যর্থতা” প্রমাণিত হয়েছে। রিপোর্ট অনুসারে, ভারতের (India) প্রতিরক্ষা নেটওয়ার্ক পাকিস্তানের ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করতে সম্পূর্ণরূপে সক্ষম ছিল।
আরও পড়ুন: বলিউড অভিনেত্রীর কাছ থেকে “জাদু কি ঝাপ্পি” পেলেন বৈভব সূর্যবংশী! মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি
“অপারেশন সিঁদুর”: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার জবাবে, ভারতীয় সেনাবাহিনী “অপারেশন সিঁদুর”-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এই বিশেষ অভিযানে ভারতীয় সেনাবাহিনী এমন বীরত্ব প্রদর্শন করেছিল যে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের জঙ্গিরাহতবাক হয়ে যায়। ৬ থেকে ৭ মে পর্যন্ত সেনাবাহিনী জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদী আস্তানাগুলিকে লক্ষ্য করে অভিযান চালায়। এই হামলায় ১০০ জনেরও বেশি জঙ্গি খতম হয় বলে জানা গিয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: