ভারতের বাজেটে পোয়াবারো চিনের! ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : শনিবার, ১ লা ফেব্রুয়ারি ছিল পূর্ণাঙ্গ বাজেট (India) পেশের দিন। আর সমগ্র দেশের প্রত্যাশা ছাপিয়ে গিয়ে কার্যত মধ্যবিত্তদের জন্য ‘লক্ষ্মী’রূপে অবতীর্ণ হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করে বিপুল ছাড় থেকে একগুচ্ছ জীবনদায়ী ওষুধ শুল্কমুক্ত করা থেকে আরো একাধিক পণ্যের দাম কমেছে এবারের বাজেটে। তবে শুধু ভারতীয়দেরই (India) নয়, এই বাজেটে বড়সড় লাভ হয়েছে চিনেরও।

ভারতের (India) বাজেটে লাভ হল চিনের

ভারতের (India) বাজেটে খুশির হাওয়া বইল চিনে। ব্যাপারটা শুনতে অস্বাভাবিক লাগলেও সত্যি এটাই। কিন্তু সেটা কীভাবে? আসলে অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে বড়সড় লাভ হয়েছে একাধিক চিনা সংস্থার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বড় ধাক্কা পেয়েছে চিন। ট্রাম্প ক্ষমতায় এসেই কানাডা, মেক্সিকোর মতো শুল্কের বোঝা চাপিয়েছে চিনা পণ্যেও। ১০ শতাংশ শুল্কের চাপে হাঁসফাঁস করতে গিয়ে ভারতের (India) বাজেটে খানিক স্বস্তি পেয়েছে চিনা সংস্থাগুলি। কারণ এবারের বাজেটে মোবাইল ফোন তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রাংশে সমস্ত শুল্ক তুলে নিয়েছে কেন্দ্র।

China will be profitable in India budget 2025 but how

ভারতের লাভ হবে কীভাবে: শুল্ক তুলে নেওয়ায় লাভ হয়েছে একাধিক চিনা সংস্থার। তবে লাভের দাঁড়িপাল্লাটা কিন্তু শুধু একদিকে হেলে নেই। এই কৌশলে মুনাফা পাচ্ছে ভারতও (India)। কারণ এই সিদ্ধান্তে চিনের পাশাপাশি মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে লাভবান হবে মার্কিন সংস্থাগুলিও। ভারতে (India) বাড়বে অ্যাপলের মতো বিদেশি ফোনের উৎপাদন, আর তাতেই ফুলেফেঁপে উঠবে আয়। একই ভাবে শুল্ক তুলে নেওয়ায় চিনা সংস্থাগুলিও ভারতে (India) মোবাইল ফোনের উৎপাদন বাড়াবে। আয় বাড়বে চিনেরও।

আরো পড়ুন : বড়সড় খারাপ খবর! দর্শকরা মুখ ফেরাতেই কপাল পুড়ল জলসার আরও এক মেগার

কী বলছেন বিশেষজ্ঞরা: বর্তমানে চিনের ক্ষেত্রে অনেক হিসেব নিকেশ করেই পদক্ষেপ করছে ভারত (India)। সেক্ষেত্রে বাজেটে এমন ভাবে চিনের লাভের দরজা খুলে দেওয়া কি কোনোভাবে ‘হঠকারী’ সিদ্ধান্ত হল? না, বরং ওয়াকিবহাল মহল নির্মলা সীতারামনের এই পদক্ষেপকে যথেষ্ট বুদ্ধিদীপ্ত বলেই মনে করছে।

আরো পড়ুন : স্বামী থেকে সোজা ছেলে! নতুন সিরিয়ালে কাণ্ড দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

বিশেষজ্ঞ মহলের মতে, বাণিজ্যের হাত ধরেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সহজ করার চেষ্টা করছে ভারত। চিনা পণ্যে লাগাম টানার চেষ্টার মাঝেই ভারতের শুল্ক কমানোর সিদ্ধান্ত দেশের অর্থনীতির ক্ষেত্রে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে, তেমনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলেই মত বিশেষজ্ঞদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর