অবিশ্বাস্য! সবচেয়ে উঁচু জলপ্রপাত তাও নাকি কৃত্রিম! এও কী সম্ভব?

বাংলাহান্ট ডেস্ক : ইয়ুনতাই, চীনের (China) উচ্চতম জলপ্রপাত। অন্তত এমনটাই দাবি করে আসছে চীন। এবার জানা যাচ্ছে, সেই জলপ্রপাত নাকি পুরোপুরি ভুয়ো। ওই জলপ্রপাত কোন প্রাকৃতিক জলপ্রপাত নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে খবর। শুধু চীন নয়, সারা বিশ্ব জুড়ে এই জলপ্রপাত বেশ আকর্ষণীয়।

প্রতিবছর শত শত পর্যটক জলপ্রপাতের সুন্দর দৃশ্যের জন্য ছুটে যান। জানেন কি, চীনের যে জলপ্রপাতের সৌন্দর্য এবং উচ্চতা নিয়ে এত গর্ব করা হয়, সেটা নাকি পুরোটাই ভুয়ো? এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে। সম্প্রতি ইয়ুনতাই  জলপ্রপাতের একটি ভিডিও সামনে এসেছে। উত্তর-মধ্য চীনের হেনা প্রদেশের ইয়ুনতাই মাউন্টেন পার্কে রয়েছে এই ওয়াটারফল।

   

আরোও পড়ুন : ৭২০’র মধ্যে ৭১৮! SSC-র পর আরেক বেনিয়ম! ফের বড় নির্দেশ হাইকোর্টের, তোলপাড় বাংলা

ড্রোনের মাধ্যমে ১০৩০ ফুট উচ্চতার ঐ জলপ্রপাতের ভিডিও তোলা হয়েছে। সেই ছবি তোলার সময় লক্ষ্য করা গিয়েছে যে, কোন পাহাড়ি কোনও পাহাড়ি ঝোরা নয়, বরং মোটা মোটা বেশ কয়েকটি পাইপের মধ্য দিয়ে গ্যালন গ্যালন জল পাম্প করে বার করা হচ্ছে ঝরনার আকারে। সেই জল হাজার ফুট নিচে আছড়ে পড়ছে।

আরোও পড়ুন : নিজের টাকায় সাহায্য করেন গরিবদের! বাঙালি এই পুলিশ অফিসারের কাহিনী শুনলে গর্ব হবে আপনারও

ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। জলপ্রপাতের ভিডিও সামনে আসার পর ইয়ুনতাই মাউন্টেন পার্ক কর্তৃপক্ষ দাবি করেছে,জলপ্রপাতটি প্রাকৃতিকই। গরমের মরশুমে জলের পরিমাণ কমে যাওয়ার কারণে ঘাটতি পূরণ করতে কয়েকটি পাইপ দিয়ে জল পাম্প করা হচ্ছে।

https://x.com/shanghaidaily/status/1798006727805456500?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1798006727805456500%7Ctwgr%5E5a082077ee420c18637ac598e9d52f3667dea762%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

পর্যটকরা যাতে সুন্দর দৃশ্য থেকে বঞ্চিত না হন, সে কথা ভেবেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। গরমের মরসুমেও জলপ্রপাতের রূপ যাতে বর্ষার মতোই থাকে তার জন্য বাড়তি ব্যবস্থার আয়োজন। তবে যতই সৌন্দর্যের কথা ভেবে এমন ব্যবস্থা নেওয়া হোক না কেনো, চীনের মিথ্যাচার নিয়ে প্রশ্ন উঠেছে পর্যটক মহলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর