বাংলাহান্ট ডেস্ক: তিব্বতের (Tibet) উপর চীন (China) সরকার উপনিবেশের ন্যায় অত্যাচার জারি রেখেছে। বেজিং- এর তরফ থেকে তিব্বতের প্রাকৃতিক সম্পদের উত্তোলনের সঙ্গে সঙ্গে সেখানে ক্যাম্পও স্থাপন করছে। পাশাপাশি তিব্বতীদের নিজেদের সংস্কৃতিতে নিয়োজিত করার জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে চীন সরকার জিনপিং (Xi jinping)।
তিব্বতীদের উপর জুলুম করছে চীন
মূল বিষয়ে হল, তিব্বত এবং শিন জিয়াং-এর খনিজ সম্পদ চীনের অর্থ ব্যবস্থায় বড় ভূমিকা গ্রহণ করে। তিব্বতের ক্রোমিয়াম, তামা, ব্রোঞ্জ, লিথিয়ামের মত বেশ কিছু দুর্লভ খনিজ পদার্থ মজুত রয়েছে। ইউরেনিয়াম এমনকি সোনার মত দামী ধাতুও রয়েছে এখানে। সবমিলিয়ে প্রায় ১২০ -এরও বেশি মূল্যবান ধাতুও এখানে রয়েছে।
নিজের ক্ষমতা বৃদ্ধিতে এবং অন্যের সম্পত্তি হাতিয়ে নিতে চীন সরকার ওই অঞ্চলের মানুষের উপর নিজেদের জুলুমবাজি চালু করেছে। স্যাটেলাইট মারফত চীনের এই অত্যাচারের দৃশ্য ধরা পড়েছে, যে তারা কিভাবে খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি মানুষের উপরও অত্যাচার চালাচ্ছে।
চীনের চালবাজি ধরা পড়েছে স্যাটেলাইট দৃশ্যে
স্যাটেলাইট দৃশ্যে ধরা পড়েছে চালবাজ চীন ওই অঞ্চল থেকে উত্তোলিত খনিজ সম্পদ নেওয়ার জন্য, স্থানীয় মানুষদের কাজে লাগিয়ে কিভাবে সড়ক বানানোর কাজে ব্যবহার করছে। নামমাত্র মজুরি দীয়ে কিভাবে তাদের খাটিয়ে নেওয়া হচ্ছে।
চীন সরকারের বিরুদ্ধে সোচ্চার তিব্বতবাসীরা
নাগচু শহরের পূর্ব পাহাড় ঘেরা এলাকায় বসবাসকারী মানুষদের উপর ৫০ বছর পূর্বে চীন সরকার নিজের কতৃত্ব প্রতিষ্ঠা করেছিল। এখন সেখানে শুধুমাত্র ম্যান্ডারিন ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। পড়াশোনার ক্ষেত্রেও স্থান পায়নি তিব্বতী ভাষা। বাসিন্দারা চীনের নাগপাশ থেকে মুক্তি পাবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। চীন সরকারের রধ করে দেওয়া তাদের বিভিন্ন সংস্কার ফিরিয়ে আনা হচ্ছে।