পাহাড়ি এলাকায় ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের যোগ্য প্রশিক্ষণ নেই চাইনিজদের: বিপিন রাওয়াত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘ভারতের (india) সঙ্গে লড়াই করতে, চীনা বাহিনীর (chinese army) আরও প্রশিক্ষণের প্রয়োজন- একথা চীন বুঝতে পেরেছে’- এমনই দাবি করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। দেখতে দেখতে গালওয়ান সংঘর্ষের প্রায় ১ বছর পার করে, আজকের দিনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সংঘাতের পর সীমান্তে সেনাদের অবস্থান বদল করেছে চীন। ২০২০ সালের মে ও জুন মাসে গালওয়ান উপত্যকা ও পার্শ্ববর্তী এলাকায় ভারতের সঙ্গে হওয়া সংঘর্ষের ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে চীন। পাহাড়ি এলাকায় লড়াইয়ের জন্য তাঁদের সেনারা পর্যাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত নয় – একথা বুঝতে পেরেছে চীন’।

পাহাড়ি এলাকার কড়া ঠান্ডায় প্রশিক্ষণের প্রসঙ্গে বিপিন রাওয়াত বলেন, ‘আমাদের সেনারা এই ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত। এই এলাকায় অবিরত টহল দেয় আমাদের সেনারা। কারণ তিব্বতের পাহাড়ি এলাকায় লড়াই করার একপ্রকার বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়, যা দীর্ঘ দিন ধরে ভারতীয় সেনাদের দেওয়া হয়। যার ফলেই তাঁরা পার্বত্য এলাকায় যুদ্ধ করতে পারদর্শী’।

তিনি আরও বলেন, ‘কিন্তু চীনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। এরা মূলত সমতল এলাকা থেকে আসে। আর লালফৌজদের লাদাখের মতো পাহাড়ি জায়গায় স্বল্প সময়ের জন্য মোতায়েন করা হয়। যার ফলে তাঁদের সেই বিশেষ প্রশিক্ষণের অভাব থেকে যায়। তাই এই ঠাণ্ডায় লড়াই করতে অক্ষম চাইনিজ সেনারা। তবে আমরা সীমান্ত এলাকায় চীনের গতিবিধির উপর নজর রাখছি’।

সম্পর্কিত খবর

X