বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রাক্কাল থেকেই চীনকে (China) দোষারোপ করে এসেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনল্ড ট্রাম্প (Donald trump)। করোনা ভাইরাসের প্রসার বৃদ্ধির জন্য দায়ী একমাত্র চীন সরকার,একথা সবসময়ই শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তবে এবার আমেরিকার করোনা ভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য চুরির করার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে।
চীনা হ্যাকারের বিরুদ্ধে অভিযোগ
মার্কিন সরকার অভিযোগ এনেছে চীনা হ্যাকাররা করোনার ভাইরাস সম্পর্কিত গবেষণা তথ্য চুরির চেষ্টা করছে। এই প্রসঙ্গে গত মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে কয়েক মিলিয়ন ডলারের ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগ এনেছে দুজন চীনা হ্যাকারের নামে। সেইসঙ্গে তারা অভিযোগ জানিয়েছে, করোনা ভ্যাকসিনের উপর কাজ করা সংস্থাগুলির কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল চীনা হ্যাকার।
ভারত মহাসাগরে চলছে যুদ্ধের মহড়া
এদিকে আবার চীনের বিরুদ্ধে নিজেদের তৈরি রাখার জন্য ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর সাথে মার্কিন সেনারা যৌথভাবে যুদ্ধের মহড়া দিচ্ছে। যার দ্বারা তারা চীনকে চাপে রাখতে চাইছে।
চীনকে হুঁশিয়ারি দিলেন পস্ফিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পস্ফিও এপ্রসঙ্গে বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি নিজের স্বার্থ সিদ্ধি করতে এই বিপর্যয়ের সাহায্য নিয়েছে। সংকটের এই পরিস্থিতিতে বিশ্বকে সাহায্য করার পরিবর্তে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং তার ঘৃণ্য রূপ গোটা বিশ্বকে দেখাচ্ছে। পাশাপাশি দক্ষিণ চীন সাগর এবং হিমালয় অঞ্চলের এলাকাগুলিতে চীনের কোন অধিকার নেই, তাও তিনি বুঝিয়ে দিয়েছেন।