করোনা আতঙ্কে চিনের বাসিন্দারা বাড়ির পোষা কুকুর-বিড়ালদের ছুঁড়ে ফেলছে রাস্তায়

বাংলা হান্ট ডেস্কঃ  করোনা আতঙ্কে কাঁপছে চিন সহ গোটা বিশ্ব। মৃত্যুমিছিল পড়ে গিয়েছে গোটা চিন দেশে । প্রায় ২০০-র বেশি বাসিন্দা আক্রান্ত হয়ে পড়েছে সেখানে । আতঙ্ক ক্রমশ বাড়ছে করনো ভাইরাসের জন্য । ভয়ে সকলে ঘরবন্দি হচ্ছে ।  এক অদ্ভূত প্যানিক তৈরি হয়েছে  মানুষের মধ্যে। করোনা ভাইরাসের সংক্রমণে এমনই মানুষের মনে  পোভিয়া তৈরি হয়েছে যে,  উঁচু বিল্ডিং, টাওয়ার থেকে পোষ্যদের ছুঁড়ে ছুঁড়ে  রাস্তায় ফেলে মেরে ফেলা হচ্ছে । শুক্রবার থেকেই উহান সহ  অন্যান্য শহরের রাস্তাজুড়ে শুধুই কুকুর-বিড়ালের দেহ, যা খুবই মর্মান্তিক একটি বিষয় ।

869545 dilip ghosh mamata banerjee 1

হুবেই প্রদেশ থেকে মূলত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা চিনে । সেখান থেকে নেপাল, জাপান, পাকিস্তান, ভারত সহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা অর্থাত্ গোটা বিশ্বে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে । ওয়ার্ল্ড হেলথ ওরজানাইজেশন এই করনো ভাইরাস যে গতিতে বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ছে, তাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ।

বর্তমানে মারণ করনো ভাইরাসের আতঙ্কে হুবেই প্রদেশে রাস্তায় ছড়িয়ে রয়েছে কুকুর-বিড়ালের দেহ । সেইসব দেহে পচন ধরে যাচ্ছে, প্রশাসনের থেকে সরানোর কোনও ব্যবস্থাও নিচ্ছে না । সংক্রমণ ছড়ানোর ভয়ে প্রশাসনও হাত গুটিয়ে রয়েছে ।সূত্রের খবর, শনিবার সন্ধে থেকে সাংহাই-এর রাস্তায় পড়ে রয়েছে পাঁচ-ছটি বিড়ালের দেহ ।  চিনের রাস্তাঘাটে পড়ে থাকা পোষ্যদের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায় । এমন ছবি  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  হয়ে গিয়েছে । শুক্রবার থেকে এই নৃশংস কাজ শুরু হয়েছে চিনে ।

Coronavirus Twitter

অত্যন্ত মর্মান্তিক বিষয়, পোষ্য প্রাণীদের ভাইরাস সংক্রমণের আতঙ্কে হত্যা করে হচ্ছে । অত্যন্ত নৃশংস ঘটনা ঘটছে সেখানে । পোষ্যদের উঁচু থেকে ফেলে তাদের গাড়ি চাপা দিয়ে পিষে দেওয়া হচ্ছে । এই নির্মম হত্যালীলায় চিনের বাসিন্দারা মেতেছেন । পশু নিধন রুখতে কড়া নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের তরফে । পশু খুনিদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে ।


সম্পর্কিত খবর