বাংলা হান্ট ডেস্ক : গুটি গুটি পায়ে জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। জন্মিদেনের সকালটা বেশ খোশ মেজাজেই পাওয়া গেল অভিনেতাকে। কথা বললেন নিজস্ব ভঙ্গিমাতেই। জানালেন, বাড়িতে অনেক ভাইবোন থাকায় ছোটবেলায় আর সেভাবে জন্মদিন পালন করা হতনা। তবে এখন বন্ধুবান্ধব, অনুরাগীরা অনেকেই চিরঞ্জিৎ-র জন্মদিন নিয়ে উৎসাহী হয়ে থাকেন।
জন্মদিনে কি কোনও রেজোলিউশন নিয়েছেন অভিনেতা? চিরঞ্জিত জানালেন, তার কাছে নাকি কোনো রেজোলিউশনই গুরুত্বপূর্ণ নয়। যখন যেটা ঠিক মনে হয় তখন সেটাই করেন তিনি। সিগারেট ছেড়েছেন নিজের ইচ্ছাতেই এবং মন চাইলে মদটাও ছেড়ে দিতে পারেন। এরপরেই তার আর শাহরুখের (Shah Rukh Khan) জন্মদিন প্রসঙ্গে কথা ওঠে। কারণ দুজনের জন্মদিন যে একদিনেই। এই প্রসঙ্গে চিরঞ্জিত বলেন, ‘শাহরুখের ভাগ্য ভাল যে, ওর জন্মদিন এবং আমার জন্মদিন একই দিনে (হাসি)। তবে মনে হয়, জানলেও জানতে পারে।’
এরপরেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, তিনি যে সুপারস্টার হয়ে গেছেন সেটা কখন বুঝতে পারলেন? জবাবে নায়ক বলেন, শত্রু, নাগপাশ যখন মুক্তি পায় তখনই তিনি বুঝে গেছেন যে, তিনি একজন সুপারস্টার। চিরঞ্জিতের কথায়, ‘নাগপাশ করতে করতেই ‘প্রতিকার’-এর প্রস্তাব এল। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি চরিত্র। তত দিনে উনি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে ফেলেছেন। অত বড় মাপের অভিনেতা। তারপর ‘প্রতীক’-এর পর তো বুঝতেই পারলাম, সুপারস্টার হয়ে গিয়েছি। তার পর ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক হয়ে গেলাম।’
আরও পড়ুন : গেমচেঞ্জার! ঘুমিয়ে আছে বিক্রম-প্রজ্ঞান, তারমধ্যেই ‘চন্দ্রযান ৩’ কে নিয়ে নয়া তথ্য সামনে আনল ইসরো
সেই সময়টায় চিরঞ্জিৎ (Chiranjeet Chakraborty), প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং তাপস পাল তিনজনকে নিয়ে চলত একটা প্রতিযোগিতার গুঞ্জন। যদিও বারাসাতের বিধায়ক বললেন, এই প্রতিযোগিতা কেবল সংবাদমাধ্যমের পাতাতেই সীমাবদ্ধ ছিল। তিনি নিজে কোনোদিন অনুভব করেননি। এইদিন কথাপ্রসঙ্গে উঠে আসে প্রসেনজিৎ-র নামটাও। বুম্বাদা যেখানে আজও কাজ করে যাচ্ছে, বলা ভালো এই বয়সে এসেও নবাগতদের টেক্কা দিয়ে চলেছে সেখানে চিরঞ্জিৎ-র কি মনে হয়না আবার একবার ইন্ডাস্ট্রি কাঁপাতে?
আরও পড়ুন : অন্য সঙ্গীর সঙ্গে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন জিতু! ‘সতর্ক থাকা ভালো’ লিখে আবারও খোঁচা নবনীতাকে?
অভিনেতা জবাব দিলেন, ‘এখানে আমাদের দু’জনের দর্শনের একটা পার্থক্য রয়েছে। ও যেমন লেগে থেকে একটা ছবি তৈরি করে। আমি তো ছবি চাই না।’ পাশাপাশি তিনি এটাও বললেন, ‘বুম্বা ইজ আ ভেরি গুড বয়’। দীর্ঘ কেরিয়ারে কোনো আক্ষেপ আছে কি না জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, ‘না নেই। বলিউড থেকে পার্শ্বচরিত্রের প্রস্তাব আসত। তাই রাজি হইনি। শক্তি সামন্ত ‘দেবদাস’-এ চুনীলালের প্রস্তাব দিলেন। আমি বললাম দেবদাস চরিত্রে অভিনয় করব। রাজি হলেন না, হল না। আবার রানির (মুখোপাধ্যায়) বাবা (রাম মুখোপাধ্যায়) যখন আমাকে পর পর তিনটি ছবিতে মুখ্য চরিত্র দিলেন, সেখানে কিন্তু বুম্বা পার্শ্বচরিত্রে। যেটা হওয়া উচিত, আমি সেটাই দাবি করেছি। তাই আমার কোনও আক্ষেপ নেই।’
আরও পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য এখন অতীত! স্বয়ম্ভুর সাথে জুটি বাঁধছেন ‘দীপা’ স্বস্তিকা, ফাঁস হল ছবি
অভিনেতার আত্মজীবনী লেখা হচ্ছে বলেও খবর। এই আত্মজীবনীতে কি পুরোপুরি সৎ চিরঞ্জিতকে পাওয়া যাবে? জবাবে অভিনেতা বলেন, ‘একশো শতাংশ। টোটা বা অভিষেক তাও একটু আধটু অভিযোগ করেছে বলে জানি। কিন্তু আমার তো কারও প্রতি কোনও অভিযোগ ছিল না। কারণ বুম্বা তো আমার পরেই ছিল। আমি জায়গা ছাড়তে ও এক নম্বরে চলে এল। কিন্তু সেই জায়গাটা বছরের পর বছর ও ধরে রেখেছে। এটাই ওর গুণ।’