বদলে গেল সব হিসেব, ‘চিরসখা’কে জায়গা দিতে এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!

বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় শুরু হতে চলেছে ‘চিরসখা’। লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকটির (Serial) প্রোমো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। একাধিক নামীদামী অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সিরিয়ালটি গল্পের জেরে দর্শকদের আগ্রহও বাড়িয়েছে। সম্প্রতি সামনে এসেছে চিরসখার সম্প্রচার শুরুর দিনক্ষণ। আর সেখানে টাইম স্লট দেখেই মাথায় হাত দর্শকদের।

কোন স্লটে আসছে নতুন সিরিয়াল (Serial)

কোন স্লটে আসতে পারে চিরসখা, এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। চিরসখাকে জায়গা দিতে জলসার পর্দা থেকে বিদায় নিতে চলেছে বেশ পুরনো সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’। দু বছর পুরনো ধারাবাহিকটি (Serial) বর্তমানে আর টিআরপি আনতে না পারায় শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Chirosokha is replacing this serial in star jalsha

সরিয়ে দেওয়া হল এই মেগাকে: রাত সাড়ে দশটায় হরগৌরীর ফেলে যাওয়া স্লটে যে চিরসখাকে জায়গা দেওয়া হবে না তা আগেই টের পাওয়া গিয়েছিল। বরং লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সিরিয়ালটিকে (Serial) প্রাইম টাইমের স্লটই দেওয়া হবে বলে বোঝা গিয়েছিল। এক্ষেত্রে সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত আটটা, এই দুটি স্লটে খানিক পিছিয়ে পড়েছে জলসার ধারাবাহিক (Serial)। রাঙামতী তীরন্দাজ এবং উড়ান স্লট দখলে রাখতে ব্যর্থ হচ্ছে বারবার। মনে করা হয়েছিল এই দুটির মধ্যে যেকোনো একটি স্লটে দেওয়া হতে পারে চিরসখাকে। কিন্তু যাবতীয় হিসেব নিকেশ বদলে দিল চ্যানেলের ঘোষণা।

আরো পড়ুন: নায়িকা হিসেবে ডেবিউ করেও ভিলেন হয়েই মন জয়, দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরলেন সুন্দরী খলনায়িকা

কেন এই সিদ্ধান্ত: রাত নটার স্লটে আসছে চিরসখা। এদিকে এখানে আগে থেকে সম্প্রচার হওয়া ‘শুভ বিবাহ’কে (Serial) পাঠিয়ে দেওয়া হচ্ছে রাত সাড়ে দশটায়। শোনা যাচ্ছে, টিআরপি কম থাকার কারণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এবার ”মিত্তির বাড়ি’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে চিরসখা।

আরো পড়ুন: সৃজনের পাশে ম্যাচিং পোশাকে ‘পর্ণা’, রিসেপশনে শ্বেতা-রুবেলের উদ্দেশে কী বললেন পল্লবী?

যদিও জলসার এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় দর্শকদের একাংশ। বরং শুভ বিবাহ সিরিয়ালটির সঙ্গে অবিচার করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। তার বদলে রাত আটটার স্লটে নতুন মেগাটি দেওয়াই উচিত ছিল বলে মত দর্শকদের অনেকের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর