ফেরাবেন আমানতকারীদের টাকা! বদলে গেল চিটফান্ড কমিটির চেয়ারম্যান! এবার দায়িত্ব নিলেন কে?

বাংলা হান্ট ডেস্কঃ এতদিন অবধি এই পদে আসীন ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। তবে এবার চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল করা হল। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নিযুক্ত এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের হাতে।

  • হাইকোর্ট (Calcutta High Court) নিযুক্ত চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে বদল!

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন আদালত সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সেই কারণে তিনি নিজেই চিটফান্ড কমিটির (Chit Fund Committee) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। সেই মতো এবার এই পদে বদল আনা হল।

প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের আবেদন মেনে চিটফান্ড কমিটির চেয়ারম্যান পদে রদবদল করল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। এবার এই দায়িত্ব তুলে দেওয়া হল আরেক অবসরপ্রাপ্ত বিচারপতির হাতে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রাক্তন জাস্টিস সুব্রত তালুকদার (Justice Subrata Talukdar) এই দায়িত্ব সামলাবেন বলে খবর।

আরও পড়ুনঃ জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ! এবার নয়া আইনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! বড় ঘোষণা মমতার

রিপোর্ট বলছে, ২০১২-১৩ সাল নাগাদ সারদা মামলা সামনে আসে। এরপর এক এক করে একাধিক ভুয়ো অর্থলগ্নি সংস্থার নাম প্রকাশ্যে আসতে শুরু করে। এই নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয় বহু জনস্বার্থ মামলা। আস্তে আস্তে পাহাড়সম মামলা জমা হয়ে যায় উচ্চ আদালতে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আদালত সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে।

Calcutta High Court

এমতাবস্থায় চিটফান্ড সম্বন্ধিত সমস্যা সমাধান করতে হাইকোর্ট (Calcutta High Court) চিটফান্ড কমিটি তৈরি করে দেয়। নানান অর্থলগ্নি সংস্থার দ্বারা যারা প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের টাকা ফেরতের বিষয়টি তদারকির জন্য এই কমিটি গড়ে দেওয়া হয়। রিপোর্ট বলছে, ৫৪টি চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরানোর কাজ করে এই কমিটি। এখনও অবধি ৫টি চিটফান্ডের ক্ষেত্রে আমানতকারীদের ৭৫ কোটি টাকা ফেরানো হয়েছে বলে খবর। এতদিন এই কমিটির চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। আগামী বছর থেকে এই দায়িত্ব সামলাতে দেখা যাবে প্রাক্তন জাস্টিস সুব্রত তালুকদারকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর