বাংলা হান্ট ডেস্কঃ একদিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্তকারী অফিসারদের হাতে এসে চলেছে একাধিক বিস্ফোরক তথ্য। ইতিমধ্যে কোটি কোটি টাকার সন্ধান পেয়েছে তারা আর এর মাঝেই চিটফান্ড মামলায় এদিন তৃণমূল পুরপ্রধানকে গ্রেফতার করলো সিবিআই (CBI)। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হালিশহরে (Halisahar)।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করে ইডি। পরবর্তীতে এই মামলায় উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি আর এর মাঝেই এবার একটি চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজু সাহানিকে গ্রেফতার করে বসলো তদন্তকারী অফিসাররা।
এদিন নিউটাউনে তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে ৫০ লক্ষের অধিক টাকা উদ্ধার করেছে সিবিআই।পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় বলে খবর সামনে উঠে আসছে। সূত্রের খবর, সন্মার্গ কো অপারেটিভ নামক চিটফান্ড সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলো তৃণমূল কাউন্সিলর। পরবর্তীতে চিটফান্ড কাণ্ডে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে সে। সম্প্রতি এই বিষয়গুলি সামনে আসতেই এদিন অবশেষে হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দা অফিসাররা।
সিবিআই সূত্রের খবর, এদিন হালিশহরে রাজু সাহানির বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের উপর নিউটাউনে তার অপর একটি আবাসনে পৌঁছে যায় সিবিআই। এরপরই সেখান থেকে ৫০ লক্ষের অধিক টাকা উদ্ধার করা হয়। তবে এই টাকার উৎস কি, সেই প্রসঙ্গে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি সে এবং এরপরই তাকে গ্রেফতার করে সিবিআই।
ফলে একদিকে যখন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা উদ্ধার করা হয়ে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে অপর এক তৃণমূল নেতার বাড়ি থেকে ৫০ লক্ষের অধিক টাকা উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।