চোপড়া কাণ্ডের ভিডিও শেয়ার, এবার বিপাকে সেলিম-মালব্য! চরম পদক্ষেপ নির্যাতিতার

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগে চোপড়া কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। রাজ্যের গণ্ডি পেরিয়ে সেই কাণ্ডের রেশ পৌঁছেছিল দিল্লির সংসদ অবধি। সমাজমাধ্যমের পাতায় সেই কাণ্ডের ভিডিও শেয়ার করেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Mohammed Salim) এবং বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। এবার চরম বিপাকে পড়লেন তাঁরা!

চোপড়া কাণ্ডের ভিডিও শেয়ার করে বিপাকে সেলিম (Mohammed Salim)-মালব্য (Amit Malviya)

গত ৩০ জুন সমাজমাধ্যমের পাতায় চোপড়া কাণ্ডের (Chopra Incident) ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক যুগলকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছেন তাজমুল ওরফে জেসিবি নামের স্থানীয় এক বিজেপি (BJP) নেতা। চারিদিকে লোক থাকলেও কাউকে থামাতে এগিয়ে আসতে দেখা যায়নি। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে পালিয়েছিলেন ওই তরুণ-তরুণী। সেই কারণে ওই ‘শাস্তি’! যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।


চোপড়ার এই ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন বাম নেতা মহম্মদ সেলিম (Mohammed Salim)। লিখেছিলেন, ‘সালিশি সভার নামে অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুণ্ডা জেসিবি। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চোপড়ায় বিচারব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে’। ভিডিও-টি শেয়ার করে সুর চড়িয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিতও (Amit Malviya)। এবার তাঁদের বিরুদ্ধেই FIR দায়ের করলেন নির্যাতিতা।

আরও পড়ুনঃ রাজ্যপাল বোসকে খোলা চ্যালেঞ্জ কুণালের, কী বললেন তৃণমূল নেতা? তোলপাড় বাংলা!

ভিডিও ভাইরাল করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সপ্তাহখানেক আগে চোপড়া থানার দ্বারস্থ হন ওই নির্যাতিতা মহিলা। সিপিএম নেতা সেলিম এবং বিজেপি নেতা মালব্যর বিরুদ্ধে দায়ের করা হয় FIR। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগপত্রের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। যার জন্য আমার সম্মানহানি হয়েছে। ফলে সমাজে আমার বাস করা খুবই অনুপযোগী হয়ে গিয়েছে’।

Amit Malviya Mohammed Salim

সেলিম এবং মালব্যর নাম উল্লেখ করে নির্যাতিতা লিখেছেন, ‘দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং আমার অবিলম্বে আমার ভিডিও ডিলিট করা হোক’। এই FIR-র পিছনে রাজনৈতিক চাপ রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর