বাংলা হান্ট ডেস্ক : ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলাকে ধর্ষণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।কিন্তু তথ্য প্রমাণের অভাবে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ক্যাথরিনের মুখ বন্ধ রাখার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন, অবশেষে স্বীকার করে নিলেন সিআর সেভেন।
ঘটনাটি ঘটে ২০০৯ সালে। ঘটনার ৯ বছর পর, ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে এই তারকা ফুটবলার এর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এনে মামলা করেন মায়োরগা।প্রমাণের অভাবে রোনাল্ডোকে মুক্তি দেয় মার্কিন আদালত।
এরপর রোনাল্ডোর বিরুদ্ধে মায়োরগা দেওয়ানি মামলা করলে টাকা দেওয়ার কথা স্বীকার করে নেন রোনাল্ডো। আদালতে লিখিতভাবে রোনাল্ডো জানিয়েছেন, মায়োরগাকে মামলা মিটমাট করার জন্য ২০১০ সালেই প্রায় চার লক্ষ মার্কিন ডলার দিয়েছিলেন রোনাল্ডো। এবং তা নিয়েও নেন তিনি। সেই জন্যই আদালতে মায়োরগার মামলা খারিজ করার আবেদন জানিয়েছেন রোনাল্ডো।
তবে তারকা ফুটবলার এর এই অভিযোগ প্রমাণ হওয়ার পর তার ভক্তরা যে যথেষ্ট আঘাত পেয়েছে তা বলাই যায়।