বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নবাগত তারকা সন্তানদের মধ্যে অন্যতম অনন্যা পাণ্ডে (ananya pandey)। করন জোহরের প্রযোজনায় প্রথম বলিউডে অভিষেক করেন তিনি। আর প্রবেশের সময় থেকেই লাইমলাইট নিজের দিকে কেড়ে নেন অনন্যা। সে নিজের কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনের জন্যই হোক বা কেরিয়ারে ‘স্ট্রাগল’এর কথা বলেই হোক।
কৌতুক অভিনেতা চাঙ্কি পাণ্ডে (chunky pandey) এবং ভাবনা পাণ্ডের বড় মেয়ে অনন্যা। মেয়ে বড়ই আদরের। বাড়িতে নাকি কুটোটি নাড়তে হয়না অনন্যাকে। এদিকে তিনিই নাম লিখিয়েছেন OTT প্ল্যাটফর্মের এক নতুন কুকিং শো তে! সেখানে নিজের পার্টনার ফটোগ্রাফার তথা শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক রোহন শ্রেষ্ঠার সঙ্গে মিলে বাবা মায়ের জন্য রাঁধতে হবে অনন্যাকে।
কিন্তু মেয়ের হাতের রান্না খেয়ে নিন্দা করেননি চাঙ্কি। বরং বলেছেন, একটু আধটু ভুল করলেও দোষ ধরবেন না অনন্যার। কারণ তাঁদের বংশে কেউ রান্না করতে জানেনই না। বিশেষ করে অনন্যার মায়ের দিকের কেউই রান্নায় পারদর্শী না। এই প্রসঙ্গেই অতীতের দুটো মজার অথচ করুণ কাহিনি শোনান চাঙ্কি।
বিয়ের আগে সেবার হবু শ্বশুরবাড়িতে গিয়েছেন ডিনারের আমন্ত্রণে। টেবিল ভর্তি নানান সুস্বাদু খাবার। হবু শাশুড়ি সগর্বে ঘোষনা করলেন, মেয়ে ভাবনা একা হাতে সব রান্না করেছেন। তাও একটা সন্দেহ হয়েছিল চাঙ্কির। চুপিচুপি রান্নাঘরে গিয়ে তিনি দেখেন, নানান রেস্তোরাঁ থেকে আনি খাবারের খালি পাত্র গুলো পড়ে রয়েছে। হবু শাশুড়িমার মিথ্যে কথাটা আর বুঝতে বাকি থাকেনি তাঁর।
কিন্তু স্ত্রীর রান্না না জানায় পরে তাঁকে যে কী বিপদে পড়তে হবে তা ভাবতেও পারেননি চাঙ্কি। বিয়ের পরপরই হঠাৎ করেই রান্নার লোক কাজ ছেড়ে দেয়। তখন ভাবনার কাছেই তাঁর হাতের খাবার খাওয়ার আবদার করেছিলেন চাঙ্কি। বাটার চিকেন রেঁধে দিয়েছিলেন স্ত্রী। কিন্তু চাঙ্কির আক্ষেপ, চিকেনগুলো সব কাঁচা ছিল। তাই স্ত্রী ভাগ্যই যখন এমন তখন মেয়েকে আর দোষ দেন কীকরে!