বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূল নেতা, বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক। এবার বাতিল প্যানেল মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (SSC Former Chairman Kalyanmoy Ganguly) বাঁকুড়া জেলা আদালতে পেশ করল সিআইডি (CID)।
গত মার্চ মাসে সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন এসএসসির উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন (Sheikh Sirajuddin)। অভিযোগ, চেয়ারম্যান হওয়ার সুবাদে নিজের প্রভাব খাটিয়ে স্ত্রী জেসমিন খাতুনকে শিক্ষিকা হিসাবে চাকরী পাইয়ে দেন তিনি।
শালডিহা কলেজের অধ্যক্ষ সিরাজুদ্দিন বহুদিন এসএসসির (School Service Commission) উচ্চপদে আসীন ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরেও প্রভাব খাটিয়ে স্ত্রীকে শিক্ষিকার চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। গত ২১ ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করে সিআইডি। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষিকা ছিলেন তিনি।
পরে এই মামলার সূত্র ধরেই প্রাক্তন শিক্ষা কর্তা অলোক কুমার সরকার ও শান্তি প্রসাদ সিনহাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সূত্রের খবর মার্চ মাসে মূল অভিযুক্ত শেখ সিরাজুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। এরপরই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে CID.
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া! একটু পরই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি এই ৬ জেলায়: আবহাওয়ার খবর
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে নেমে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ মিলেছে। এই নিয়োগে তার সই রয়েছে বলেও দাবি করে সিআইডি। পাশাপাশি চাকরি নিয়োগপত্রও তিনি নিজেই তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে ৯ মার্চ পর্যন্ত কল্যাণময়কে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। চাকরি দুর্নীতির এই মামলায় বর্তমানে কল্যাণময় সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।