সিগারেট কমাতে পারে করোনার ঝুঁকি, চূড়ান্ত পরীক্ষার পথে ফ্রান্সের বিজ্ঞানী মহল

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব জুড়ে করোনা ইতিমধ্যেই অতিমারির চেহারা নিয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডাক্তাররা প্রতিদিনই একের পর এক টোটকা আবিষ্কার করছেন৷ বলা বাহুল্য তাতে করোনা সংক্রমণ কমছে না বরং বেড়ে যাচ্ছে অন্য রোগের ঝুঁকি। কিন্তু এবার আর টোটকা নয় ফ্রান্সের একদল গবেষক বলছেন ধুমপায়ীদের করোনা আক্রান্ত হবার আশঙ্কা অন্যদের তুলনায় কম।

smoking cigarette being held in person s hand linked to asthma

ফ্রান্সের এক গবেষণা বলছে, ধূমপানকারী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাধারণ রোগীদের তুলনায় অনেক কম। সিগারেটের তামাকে এমন কিছু রয়েছে, হতে পারে সেটা নিকোটিন, যার কারণে ধূমপায়ীদের করোনা সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

এবিষয়ে অতি শীঘ্রই গবেষণা শুরু হবে বলেও জানা গিয়েছে। গবেষকরা ইতিমধ্যেই করোনা আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে নিকোটিন এর প্রভাব নিয়ে গবেষণা করতে তৈরি। সেদেশের স্বাস্থ্য মন্ত্রক এখনো ছাড়পত্র দেয় নি।

এর আগে চিনে গবেষকরা জানিয়েছেন, জনগণের প্রায় ২৮ শতাংশ হারের তুলনায় প্রতি ১ হাজার এর মধ্যে মাত্র ১২.৮ শতাংশ করোনা রোগী ছিল ধূমপানকারী ছিলেন। ফ্রান্সের গবেষকরাও জানিয়েছেন, ৪৮০ জন রোগীর মধ্যে মাত্র ৪.৭৫ শতাংশ দৈনিক ধূমপানকারী ছিলেন। আর তাদের করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার হারও ভালো ছিল বলে দাবি করা হয়।

পাশাপাশি, অ্যালকোহল-র থেকে ‘কমিউনিকেবল’ ও ‘ননকমিউনিকেবল’ বিভিন্ন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। এটা মানুষকে আরও দুর্বল করে তোলে। এর ফলে কমে ইমিউনিটি এবং সহজেই করোনার মত একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ করার সম্ভাবনা বেড়ে যায়।


সম্পর্কিত খবর