খাস কলকাতায় ‘সিভিক ভলান্টিয়ার’এর দাদাগিরি, চোর সন্দেহে যুবককে বেধড়ক মারধর করায় বরখাস্ত

বাংলাহান্ট ডেস্কঃ চোর সন্দেহে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার, এমনকি তাঁর বুকের উপর পা তুলে দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের (civic volunteer) বিরুদ্ধে। জানা গিয়েছে এই ঘটনায় ইতিমধেই বরখাস্ত করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। পাশাপাশি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মহাপাত্র।

বিষয়টা হল, সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়। আর তা থেকেই দেখা যায়, এক্সাইড মোড়ে রাস্তার উপর এক যুবককে রাস্তায় ফেলে, বুট পরিহিত অবস্থায় তাঁর বুকের উপর পা তুলে দিচ্ছেন এক সিভিক ভলান্টিয়ার। যুবক নিজেকে বাঁচানোর চেষ্টা করলে, তাঁকে আরও বেশি করে পা দিয়ে চেপে রাখা হচ্ছে। আর এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে স্যোশাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়।

   

CivicMamata 1608659883475 1608659905429 1626663616527

এই ঘটনার পরবর্তীতে জানা যায়, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম তন্ময় বিশ্বাস। এক্সাইড মোড়েই ডিউটি করেন তিনি। আর সেখানেই এই ঘটনা ঘটে। এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে তন্ময় জানান, ওই যুবক এক্সাইড মোড় থেকে হাওড়াগামী একটি চলন্ত বাস থেকে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালাতে যাওয়ায়, বাস মধ্যস্থ যাত্রীরা তাঁকে ধরে বেধড়ক মারধোর করে।

এরপর ওই যুবককে উত্তেজিত যাত্রীদের হাত থেকে ছাড়িয়ে নিজের কাছে দাঁড়াতে বললেও, সিভিক ভলান্টিয়ারের হাত ছেড়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। তখন তাঁকে আটকাতে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পা দিয়ে চেপে রাখা হয়। যদিও এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার তন্ময় বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর