বাংলাহান্ট ডেস্ক : আবারও রণক্ষেত্র মালদার মানিকচক। মাত্র কয়েক মাস আগেই মালদহে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বলেন, ‘অনেক জায়গায় দল আর প্রশাসন নিজেদের মধ্যে ঝগড়া করছে। এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এতে সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কিন্তু কেউ কারুর কথা শুনতে মোটেই রাজি নয়। মানিকচক অঞ্চলের সভাপতির গোষ্ঠীর সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের গোষ্ঠীর সংঘর্ষে একরকম রণক্ষেত্রের চেহারাই নিল মালদহের মানিকচকের গোপালপুর বনালুতোলা এলাকা।
শনিবার সকাল থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মানিকচক এলাকা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমি নিয়ে ওই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বহুদিন ধরেই চলছিল। এদিন সকালেই তা ভয়ংকর আকার নেয়।
পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সকাল থেকে মুড়ি-মুড়কির মতো পড়ছে বোম, চলছে গুলিও। ঘটনার খবর পেয়েই গোপালনগর বালুতোলায় যায় মানিকচক থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বেলা ১২টার সময় খবর ইতিমধ্যেই পুলিশ পিকেট বসানো হয়েছে গ্রামে। আশপাশের এলাকায় অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সইফুদ্দিন শেখের সঙ্গে অঞ্চল সভাপতি নাসির আলির গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয় সকাল থেকে। বহু বাড়িতেই চলে ভাঙচুর। নির্বিচারে চালানো হয় লুঠ। এমন ভয়ের পরিবেশ কায়েম হয়েছে যে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে মালদহ জেলা তৃণমূল শিবির।