বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর! এবার থেকে আট ঘন্টার বেশি কাজ করলে মিলবে ইনসেন্টিভ

বাংলা হান্ট ডেস্ক : বিশেষ করে সপ্তদশ লোকসভা নির্বাচনে এভাবে ব্যালট বক্সে রাজ্য সরকারের ফলাফলে মুখ থুবড়ে পড়েছে তার পর থেকেই সরকারি কর্মচারীদের সুবিধা অসুবিধার দিকে বিশেষ করে নজর রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এবার বেসরকারি অফিসের মতো সরকারি অফিসেও নির্ধারিত টাইমের অতিরিক্ত কাজ করলেই ইনটেনসিভ দেবে রাজ্য সরকার। বুধবার বসিরহাটে এক প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা কোর্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।691175 665629 mamata banerjee pti

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাট সহ সুন্দরবনের বেশ কয়েকটি এলাকা তাই বুধবার বসিরহাটের বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করার পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক কর্তাদের উদ্দেশে এই সময় বেশি করে কাজ করার পরামর্শ দেন পাশাপাশি প্রয়োজন পড়লে বারো ঘণ্টা কাজ করার পরামর্শ দেন এবং ওভার টাইম করলে সরকার ইনটেনসিভ দেবে এমনটাও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দুর্গতদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

বুলবুল ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা বসিরহাট এলাকার বিস্তীর্ণ ফসল ক্ষেত যেমন নষ্ট হয়েছে তেমনই ঝড়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তাই ক্ষতিগ্রস্তদের শীঘ্রই ক্ষতিপূরণ দিয়েই ডাম্পিংয়ের মাধ্যমে চাষের জমি থেকে জল বের করে চাষিদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বসিরহাটের ক্ষতিগ্রস্ত এলাকায় হেলথ চেক আপের জন্য এবং বাড়ি বাড়ি খাবার ও ওষুধপত্র বিলি করার জন্য আরও বেশি করে লোক নিয়োগ করারও নির্দেশ দেন প্রশাসনিক কর্তাদের।

অন্যদিকে এদিনের প্রশাসনিক বৈঠক থেকেই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের দায়িত্ব কর্তব্য নিয়ে ভূয়সী প্রশংসা করতেও শোনা যায় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে রাজনৈতিক রং না দেখে বন্যা বিধ্বস্ত সমস্ত মানুষ যেন ত্রাণ সুবিধা পান সে ক্ষেত্রেও নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য শনিবার ঘূর্ণিঝড় বুলবুল আসে পড়ার অনেক আগে থেকেই নবান্নে খোলা কন্ট্রোল রুমে ঠায় বসে থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বসে থেকে কাজ তদারকি করেছেন তিনি আর মুখ্যমন্ত্রীর এই কাজে ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা।

ad

সম্পর্কিত খবর