‘দয়া করে অমিত শাহকে কন্ট্রোল করুন’! মুর্শিদাবাদ কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) কার্যকর হওয়ার পর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঢেউ উঠেছে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই আবহে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ঝাঁঝালো আক্রমণ করেন তিনি। সেই সঙ্গেই কংগ্রেসকেও নিশানা করেন।

শাহকে বেনজির আক্রমণ মমতার (Mamata Banerjee)!

এদিন মঞ্চে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গেই শিখ ও হিন্দু পুরোহিতদের পাশাপাশি দাঁড় করিয়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই স্পষ্ট করে দেন, বিতর্কিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গ সরকার মানবে না। এরপরেই মুর্শিদাবাদ, মালদার অশান্তির ঘটনা নিয়ে সরব হন তিনি। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সীমান্তরক্ষা বাহিনী বিএসএফকে দায়ী করেন মুখ্যমন্ত্রী।

মমতা (Mamata Banerjee) বলেন, ‘ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে। যেখানে গোলমাল হয়েছে, সেটা মালদার এলাকা। কংগ্রেস জয়ী হবে। এদিকে গণ্ডগোল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামবেন না, আমি সেটা আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে। এটা যদি তৃণমূল করতো তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না। বাংলাদেশ থেকে লোক এনে এই গণ্ডগোল করা হয়েছে। আপনারা এটা কেন করলেন?’

আরও পড়ুনঃ WAQF-হিংসার জের! পুড়ে ছাই হয়ে গেল তৃণমূল নেতার দাদার দোকান! তোলপাড় ধুলিয়ান

এদিন সংবিধানের ২৬ নং ধারা উল্লেখ করে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যারা আজ সংবিধানকে ছিন্নভিন্ন করছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। ভারতীয় সংবিধানের ২৬ নং ধারায় বলা রয়েছে, নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন। আমরা যেমন কারোর সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না, তেমনই আপনারাও পারেন না। কিছু বলতে হলে আমার সামনে এসে বলুন, পিছনে নয়’।

মমতা দাবি করেন, বাইরে থেকে ‘গদি মিডিয়া’ এনে টাকা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে বিজেপি (BJP)। রাজ্যের বদনাম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এত তাড়াতাড়ি কেন? প্ল্যানিংটা কী? ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। দেশের উপকার হলে ভালো। বাংলাদেশ থেকে লোক এনে এই গণ্ডগোল পাকানো হয়েছে’।

CM Mamata Banerjee meeting with SSC recruitment scam victims

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে যে অশান্তি হয়েছে, সেটা ‘প্রি প্ল্যানড’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এরপর সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে তাঁকে আক্রমণ করেন মমতা (Mamata Banerjee)। ‘আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘যত আইটি সেক্টর রয়েছে, অধিকাংশ অমিত শাহের সংস্থা। আমি এতদিন নাম নিইনি। এখন বলতে হচ্ছে। কালীদাসের মতো যে ডালে বসে রয়েছেন সেটা কাটলে তো আমায় বলতেই হবে। মোদীজিকে আমার অনুরোধ, দয়া করে ওনাকে কন্ট্রোল করুন। আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনাকে হামাগুড়ি দিতে হবে। তখন কী করবেন?’

আরও পড়ুনঃ বুধেই WAQF নিয়ে একাধিক আর্জির শুনানি সুপ্রিম কোর্টে! এ রাজ্য থেকে কে কে আবেদন করেছেন জানেন?

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা পূর্ব পরিকল্পিত কমিউনাল রায়ট’। বাইরে থেকে গুণ্ডা নিয়ে এসে বিজেপি গণ্ডগোল পাকিয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, রামনবমীতে এই অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল। সেটা করতে পারেনি বলে এভাবে করেছে।

উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিও করেছেন অনেকে। এই আবহে এদিন ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X