রাজ্যে বেকারদের কর্মসংস্থান বাড়াতে এই বিশেষ পরামর্শ দিলেন মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের কর্মসংস্থানব নিয়ে বার বার কেন্দ্রীয় সরকার রাজ্যকে তোপ দেগেছে৷ তবে এবছরের মাঝামাঝি সময়ে রাজ্যে বেকারদের কর্ম সংস্থান নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি চৌত্রিশ হাজার কর্ম সংস্থানের কথা ঘোষণা করেছিলেন বিধানসভা থেকে৷ এরপর রাজ্য সরকারের বিভিন্ন খাতে বেশ কযেক হাজার কর্মী নিযোগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল৷

তবে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চেয়ে এবার বেকারদের কর্ম সংস্থানের ওপর বেশি করে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ সোমবার সপ্তাহের শুরুতেই আবারও বেকারদের কর্মসংস্থানের জন্য বিশেষ পরামর্স দিলেন৷ কর্মসংস্থানের জন্য সাইকেল সাড়ানোর দোকান খোলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী৷

যেহেতু, রাজ্য সরকারের বিশেষ প্রকল্প সবুজ সাথীর আওতায় সমস্ত সরকারী স্কুলের পড়ুয়াদের সাইকেল দেওয়া হচ্ছে তাই রিপেয়ারিং-এর জন্য দোকান খোলার কথা জানান তিনি৷এদিন বুলবুল ত্রান সামগ্রী সূচনা অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, য়েহেতু এক কোটি সাইকেল দেওয়া হচ্ছে তাই সাইকেল কারখানা যদি কেউ খুলতে চায় তাহলেও রাজ্য সরকার সাহায্য করবে

একইসঙ্গে তিনি আরও জানান, বেকার ছেলেমেয়েরা যদি সাইকেল রিপেযারিং করা শিখতে চান তাহলে ট্রেনিং ওদেবে  রাজ্য সরকার ব্যবস্থা করে দেবে৷যদিও এখানেই থেমে থাকেননি, বাংলাতেই মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরির প্রস্তাবও দেন৷ যাতে সমস্ত দিক থেকে রাজ্যের মানুষের সুবিধা হয়৷

 

 

 

সম্পর্কিত খবর

X