রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ্যমন্ত্রী, ভিজিটর শিক্ষামন্ত্রী! শিলমোহর দিল মন্ত্রীসভা

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়েছিল রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবকে ঘিরে । সেই প্রক্রিয়ায় আরও একপা অগ্রসর হলো রাজ্য সরকার। সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গেল এই প্রস্তাব। একই সঙ্গে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল মন্ত্রিসভা।

১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সূত্রের খবর সেই অধিবেশনেই আনা হবে এই বিলটি। বিল পাশ হলে তা সইয়ের জন্য পাঠানো হবে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সই করলে সেই বিলটি পরিণত হবে আইনে । এক্ষেত্রে সমস্যা হলো রাজ্যপাল কি আদৌও এই বিলে সই করতে চাইবেন? জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল-শিক্ষা, স্বাস্থ্য, পশু, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে মুখ্যমন্ত্রীকে রাখার প্রস্তাব মঞ্জুর হয়েছে। যদিও সেই পদে এখনও রয়েছেন রাজ্যপাল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নিয়মাবলী রয়েছে, সেখানে বলা হয়েছে ভিজিটর পদে থাকবেন রাজ্যপাল। সেই নিয়মই এবার বদল করতে চাইছে রাজ্য। সেই সিদ্ধান্তেও এদিন সিলমোহর দিলো রাজ্যের মন্ত্রিসভা । রাজ্যপালের জায়গায় ওই পদ গ্রহন করবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী । বলা হয়েছে এই নিয়ম বদলের ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যেহেতু এই নিয়ম কোনও আইন নয়, তাই এই বিষয়ে রাজ্যপালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না রাজ্য সরকারকে। দলীয় সূত্রে খবর। পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুত আনতে চলছে এই বদল।


Sudipto

সম্পর্কিত খবর