বাংলা হান্ট ডেস্কঃ দিনটা ছিল ২০১৮ সালের ৫ নভেম্বর। ওইদিন দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরী করা হবে। যেমন কথা তেমন কাজ। এবার প্রায় শেষের পথে কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজ। এবার পালা উদ্বোধনের। খুব শিগগিরই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক। খোদ মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিলেন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের দিনক্ষণ।
কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের দিনক্ষণ জানালেন মমতা (Mamata Banerjee)
সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানালেন চলতি বছরেই আগামী ১৪ এপ্রিল কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করা হবে। জানা যাচ্ছে, কালীঘাটের এই স্কাইওয়াক তৈরির জন্য মোট ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত ২০১৮ সালে তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাত দেওয়া হয়েছিল।
শুরুর দিকে দোকানপাট সরানো, হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে ২০২১ সাল পেরিয়ে যায়। নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ২০২২ সালের জানুয়ারিতে শুরু হয় এই স্কাইওয়াক তৈরীর কাজ। জানা যাচ্ছে, দক্ষিণেশ্বরের আদলে তৈরী এই স্কাইওয়াকে ওঠার জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়ি। এবার প্রায় শেষ হয়ে এসেছে এই স্কাইওয়াক তৈরির কাজ।
আরও পড়ুন: নতুন নিয়ম আনছে NCTE! কবে বন্ধ হচ্ছে ৪ বছরের B.El.Ed কোর্স?
ক’দিন আগেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন জানিয়েছেন মমতা। সব ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল উদ্বোধন হবে এই মন্দির। ওইদিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে দিঘায়।
সম্প্রতি প্রয়াগরাজের কুম্ভমেলায় পদপিষ্ঠের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন ভক্তদের আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আগাম জানিয়ে রাখলেন, ‘যাঁরা গাড়ি নিয়ে যাবেন তাঁদের ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে বলব। কারণ, এরপর আর গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমি চাই না কেউ পদপিষ্ট হোক।’