কাশ্মীরে নিহতদের পরিবার পাবে আর্থিক সাহায্য, বিতানের মা-বাবার জন্য একগুচ্ছ ঘোষণা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এই ঘটনায় প্রাণ গিয়েছে ২৬ জনের। এর মধ্যে বাংলার তিন জন রয়েছেন। ‘ভূস্বর্গে’ ঘুরতে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়েছেন বিতান অধিকারী, সমীর গুহ ও মনীশরঞ্জন মিশ্র। এবার তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই বিতানের মা-বাবার জন্য পেনশন (Pension) ঘোষণা করলেন তিনি।

কাশ্মীরে রাজ্যের নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)!

শনিবার নবান্ন সভাঘরে এসএসসি কাণ্ডে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে টেলিফোনে বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সময় বেশ কিছু ঘোষণা করেন তিনি। এদিন শিক্ষাকর্মীদের মাসিক ভাতার পাশাপাশি কাশ্মীরে নিহত পর্যটক ও জঙ্গিদের এনকাউন্টারে নিহত জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বেহালা নিবাসী সমীর ও পুরুলিয়ার ঝালদা নিবাসী মনীশরঞ্জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। অন্যদিকে পাটুলি নিবাসী বিতানের (Bitan Adhikary) স্ত্রী সোহিনীকে ৫ লক্ষ টাকা ও বিতানের বাবাকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গেই বিতানের মা-বাবাকে মাসিক ১০,০০০ টাকা পেনশন ও তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে বলে জানান মমতা।

আরও পড়ুনঃ পাকিস্তানে আটক স্বামী! ‘খেতে দিচ্ছে ওরা?’ পাঠানকোট ছুটছেন পুর্নমের গর্ভবতী স্ত্রী

অধিকারী পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন বিতান। তাঁর মৃত্যুতে তাই ঘোর অনিশ্চয়তার সম্মুখীন স্ত্রী সোহিনী ও বিতানের মা-বাবা। এই অবস্থায় শুক্রবার বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ঘোষণা করেন, বিতানের মা-বাবার ওষুধের খরচ বাবদ মাসে মাসে ১২,০০০ টাকা দেবেন। রত্নার বিধানসভা কেন্দ্রের ১২৩ নম্বর ওয়ার্ডেই জঙ্গি হামলায় প্রয়াত এই যুবকের মা-বাবা থাকেন।

Mamata Banerjee

বৃহস্পতিবার বিতানের মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন রত্না। এরপর তাঁদের ওষুধের খরচ দেওয়ার ঘোষণা করেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। সেই সঙ্গেই জানান, রাজ্য সরকার বিতানের পরিবারের পাশে রয়েছে। যা করতে হয়, রাজ্য সেটা করবে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) অবশ্য কিছুদিন আগে দাবি করেন, সরকার কোনও ক্ষতিপূরণ দিলে পুরোটা যেন বিতানের স্ত্রী সোহিনীকে না দেওয়া হয়। পরিবারের ‘সমীকরণ’ উল্লেখ করে বিতানের মা-বাবা অনিশ্চয়তায় মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে বিতানের স্ত্রী ও বাবার জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বিতানের মা-বাবার জন্য পেনশনের ঘোষণাও করা হয়েছে।

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পাশাপাশি এনকাউন্টারে নিহত নদিয়ার তেহট্টের জওয়ান ঝন্টুর পরিবারের জন্যও এদিন আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। দেশকে বাঁচাতে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলি শেখের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X