আদিবাসী সংগীতের তালে নেচে উঠলেন মুখ্যমন্ত্রী, ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফালকাটায় একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। সেখানে উপস্থিত থেকে গণবিবাহের অনুষ্ঠানে আসা পাত্র-পাত্রীদের হাতে তুলে দেন নানান উপহার। এরপর আদিবাসী সংগীতে পা মেলাতেও দেখা যায় ওনাকে।

আজ ফালাকাটায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চা শ্রমিকদের আশার আলো দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৫০০ কোটি টাকা ঘোষণা করেন চা-সুন্দরী প্রকল্পের জন্য। এছাড়াও গৃহহীনদের ৩ বছরের মধ্যে ঘোর পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

তিনি বলেন, ‘আমরা যা বলি তাই করি।” তিনি একই মঞ্চ থেকে বিজেপিকে তুলোধোনা করে বদমাইশের গাছ বলে আক্রমণ করেন। যদিও পরে তিনি নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন। তিনি বলেন, চরিত্রহনন আর অপপ্রচার ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই।

এরপর তিনি ফালাকাটাতে গণবিবাহের অনুষ্ঠানে অংশ নেন। নিজের হাত দিয়েয় বর-কনের হাতে উপহার দেন। তিনি নববিবাহিতদের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানান। গণবিবাহের অনুষ্ঠানে আদিবাসী সংগীতে নাচে মেতে ওঠেন মহিলারা। সেখানে গিয়ে নিজেও পা মেলান মুখ্যমন্ত্রী।


Koushik Dutta

সম্পর্কিত খবর