‘আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি… আন্দোলনেরও একটা লক্ষ্মণরেখা আছে’! বড় বার্তা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের (SSC Recruitment Scam) অবস্থান বিক্ষোভ চলছে। চাকরি ফেরানোর দাবিতে প্রতিবাদ করছেন শিক্ষক, শিক্ষিকারা। এই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্মরণ করিয়ে দিলেন, ‘আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি’। সেই সঙ্গেই বলেন, ‘আন্দোলনেরও একটা লক্ষ্মণরেখা আছে’।

চাকরিহারাদের উদ্দেশে কী বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)?

সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘ওনাদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি ছিল, আছে ও থাকবে। আমি তো বৈঠকে বলেছিলাম আমরা রিভিউ আবেদন করব। আদালতের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। একটা বাধ্যবাধকতা থাকে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। রিভিউ পিটিশন মেনে নিলে ভালো কথা। তবে আদালত কোনও সিদ্ধান্ত নিলে আমরা মানতে বাধ্য। আমরা বলতে পারি না, আদালতের সিদ্ধান্ত মানব না’।

মমতা এদিন বলেন, সুপ্রিম-রায়ের পরেও শিক্ষক, শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেনি সরকার (Government of West Bengal)। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে বিশেষ প্রকল্প করে টাকা দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই স্মরণ করিয়ে দেন, রাজ্যের জন্য ২৬,০০০ চাকরি বাতিল হয়নি।

আরও পড়ুনঃ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই হাইকোর্টে করুণাময়ীর বাসিন্দা

মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমার একটা জিনিস খারাপ লাগে, যারা উস্কাচ্ছে, তাঁরাই এই মামলা করেছে। আমাদের জন্য কিন্তু চাকরিগুলো যায়নি। যাদের জন্য চাকরিগুলো যাওয়ার পথে, তাঁদের আমি বলব, এমনটা না করলেই পারতেন। চাকরি যারা খেয়েছেন, আজ যদি তাঁরাই স্বার্থরক্ষার গুরু হন, আমার সেখানে আপত্তি আছে’।

মমতা বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে নূন্যতম সৌজন্য, সম্মান আশা করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষকরা সমাজের সেবা করুক, শিশুদের শিক্ষা দিক, বলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই স্পষ্ট করে দেন, সব শিক্ষক সমান নন। অনেকেই এখনও কাজ করছেন।

mamata banerjee

এদিন আন্দোলনকারীদের প্রতি সহানুভূতির বার্তাও শোনা যায় মমতার কণ্ঠে। তিনি বলেন, আন্দোলনকারীদের প্রতি কোনও অভিযোগ নেই। শুধু একটাই অভিযোগ, কাউকে আটকে রাখা, রাস্তা আটকে মানুষের ক্ষতি করা যায় না। অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘একজন পরীক্ষা দিতে এসেছিলেন। তাঁকে নামতে দেওয়া হয়নি। সে লাফ দিয়ে পায়ে চোট পেয়েছে’।

CM Mamata Banerjee

মমতা এদিন বলেন, ‘আমি আন্দোলনের বিরুদ্ধে নই। তবে আন্দোলনেরও একটা লক্ষ্মণরেখা রয়েছে। আমি বলব, এখানে আন্দোলন না করে, আইনি লড়াই করুন। আমরা পুরোপুরিভাবে পাশে আছি। যে সকল রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের আমি বলব, আদালতে তো আপনারা মামলা করেছিলেন। সেটা কি ঠিক ছিল?’

উল্লেখ্য, চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি কাণ্ডে চাকরিহারারা। সোমবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে তাঁদের উদ্দেশে বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের জন্য যে চাকরি যায়নি, সেটা এদিন স্মরণ করিয়ে দেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X