বাংলা হান্ট ডেস্কঃ গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালি গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মাঝেই এবার গ্রামবাসীদের হামলার মুখে পড়লেন NIA আধিকারিকরা। শুক্রবার ভূপতিনগরে আক্রান্ত হন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
লোকসভা ভোটের আগেই ভূপতিনগর বিস্ফোরণ মামলা (Bhupatinagar Blast Case) নিয়ে তৎপর NIA (National Investigation Agency)। ২০২২ সালের এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩ জন। বর্তমানে এই মামলার তদন্তে চালাচ্ছে উক্ত কেন্দ্রীয় এজেন্সি। গতকালও এই বিস্ফোরণ মামলার তদন্তেই ভূপতিনগর গিয়েছিলেন তাঁরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত দুই তৃণমূল (TMC) নেতাকে গাড়িতে তুলতেই শুরু হয় আক্রমণ। চোট লেগেছে দুই আধিকারিকের। সেই সঙ্গেই ভূপতিনগর থানায় দায়ের হয়েছে এফআইআর।
ইডি পেটানোর ঘটনার রেশ পুরোপুরি কাটার আগেই NIA-র ওপর হামলা, নির্বাচনের মুখেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। শনিবার এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় মুখ্যমন্ত্রীকে। রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘ওঁরা পুলিশকে না জানিয়ে গিয়েছিল। পুলিশকে না জানিয়ে মাঝরাতে কেন যাবে?’
আরও পড়ুনঃ হোঁচট খেয়ে পড়লেন সাবিত্রী! শোনামাত্রই ছুটলেন অভিষেক, কে এই মহিলা?
এখানেই না থেমে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘নিয়ম অনুসারে ওঁদের পুলিশকে জানিয়ে যাওয়া উচিত ছিল। এবার মধ্যরাতে গ্রামবাসী যদি দেখে কিছু লোক আসছেন তাঁরা কীভাবে বুঝবেন? ভোটের আগে কেন গ্রেফতার করা হবে? বিজেপি কী ভাবছে? সব বুথ এজেন্টকে গ্রেফতার করবে? এভাবে ভোটে জিতে যাবে? শূন্যে গুলি ছুঁড়ছে’। এরপর আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘NIA-র কী অধিকার আছে? স্রেফ বিজেপিকে সমর্থন দিতে এটা করছে। বিজেপির এই নোংরামি গোটা বিশ্বে আওয়াজ তুলবে’।
NIA-র ওপর হামলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পাল্টা দিয়েছে বিজেপি শিবিরও। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘চোরকে জানিয়ে তাঁর বাড়ি যেতে হবে? এই কথা কোথায় লেখা আছে? আগেকার দিনে রঘু ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের সেই দিন ফিরিয়ে আনতে চাইছেন?’ শমীকের সংযোজন, একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার মানুষ সিপিএমকে হারানোর স্বপ্ন দেখেছিল, তিনি এখন হামলাকে সমর্থন করছেন! মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের কোনও গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করেন তিনি।