বিজেপি এখানে এসে বলে উন্নয়ন হয়নি, তাহলে দিল্লীতে কি হয়েছে, লাড্ডু? কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি এখানে আসে আর বলে উন্নয়ন হয়নি, দিল্লীতে তাহলে কি হয়েছে? লাড্ডু? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি এঁরা বেশিদিন ক্ষমতায় থাকে, তাহলে দেশটাকেই বিক্রি করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় উপস্থিত জনতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন ভাবে খেলুন যাতে বিজেপি একেবারে দেশের বাইরে চলে যায়।

আরেকদিকে আজ হলিয়ার জনসভা থেকেও মুখ্যমন্ত্রী একের পর এক আক্রমণ শানান। মুখ্যমন্ত্রী নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, সবথেকে বড় তোলাবাজ এখন বিজেপিতে। আমরা এসব সহ্য করিনি বলে টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাকে এখানে আসতে দেওয়া হত না। আমাকে বলত এখানে আসার আগে অনুমতি নিতে হবে।

   

মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে নাম না করে আক্রমণ করে বলেন, আমি নন্দীগ্রাম, খেজুরি, এগরা, হলদিয়ায় আসতে পারতাম না। আমাকে ঢুকতে দিত না। আমাকে বলত আগে অনুমতি নিতে হবে, হলদিয়া কেন্দ্র শাসিত এলাকা। তৃণমূল নেত্রী বলেন, আপদ বিদায় হয়েছে বেঁচে গেছি। তৃণমূল তোলাবাজেদের দলে রাখে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন আমি প্রায় আসব হলদিয়াতে। নন্দীগ্রামে আমি একটা বাড়ি নিয়েছি, নন্দীগ্রাম মানেই হলদিয়া, হলদিয়া মানেই নন্দীগ্রাম। তিনি বলেন, ‘হলদিয়া আর নন্দীগ্রামের মধ্যে আমি একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি। ওই ব্রিজটা হয়ে গেলে হলদিয়া নন্দীগ্রাম আর হলদিয়া একসঙ্গে পারাপার হতে পারবেন, এবং উন্নয়ন হতে পারেন।” তিনি বলেন, আমিও এখন মাঝে মাঝে আসব।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ মেদিনীপুরে একবার নয় বারবার আসব। মেদিনীপুর জেলা স্বাধীনতার জেলা। মেদিনীপুর জেলা পবিত্র পুণ্য ভূমি। মেদিনীপুর জেলা বীরেন্দ্র শাসমলের জেলা সতীনাথ সামন্তের জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকীর জেলা, ক্ষুদিরামের জেলা … যিনি গান গেয়ে বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। আর এঁরা বলছে একবার বিদায় দে মা ঘুরে আসি, টাকা বাঁচাতে বারবার যেন আসি।”

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর