সারছে চোট! এবার ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো, প্রকাশ্যে মমতার প্রথম সভার সূচি

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপালে এবং নাকে আঘাত পান তৃণমূল সুপ্রিমো। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি সেলাই পরে তাঁর। চোটের কারণে এতদিন ভোট প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে এবার সেই ধাক্কা কাটিয়ে ফের ‘ময়দানে’ নামছেন মমতা। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী প্রচার কর্মসূচি।

শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমবেশি প্রত্যেকটি দলের প্রার্থীই নিজ নিজ কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন। তৃণমূলও (TMC) ব্যতিক্রম নয়। তবে চোটের কারণে এতদিন নির্বাচনী প্রচারে কোনও সভা-সমাবেশ করতে দেখা যায়নি দলের সুপ্রিমোকে। দলের নেতা, কর্মী থেকে শুরু করে সমর্থক, প্রত্যেকে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে আজ প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রীর ‘চোট পরবর্তী’ প্রথম সভার সূচি।

চলতি মার্চ মাস থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়বেন মুখ্যমন্ত্রী। মহুয়া মৈত্র যে আসন থেকে দাঁড়িয়েছেন তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। ৩১ মার্চ অর্থাৎ আগামী রবিবার কৃষ্ণনগরের (Krishnanagar) ধুবুলিয়ায় জোড়াফুল প্রার্থী মহুয়ার সমর্থনে সভা করবেন মমতা। এরপর ১ এপ্রিল বহরমপুরে (Baharampur) একটি সভা করার কথা আছে তাঁর। এই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে।

আরও পড়ুনঃ ‘বাপ ঠিক করুন, যার-তার মেয়ে…’, মমতাকে ফালাফালা আক্রমণ দিলীপের

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের দিকে নজর রয়েছে অনেকের। কারণ এই কেন্দ্রে মুখোমুখি হতে চলেছেন দুই হেভিওয়েট প্রার্থী। তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছে ‘রানিমা’ অমৃতা রায়কে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্যার বিরুদ্ধে মহুয়ার লড়াইটা সহজ হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

mamata banerjee public meeting ahead of lok sabha election 2024

খুব বেশিদিন হয়নি রাজনীতির আঙিনায় পা রেখেছেন ‘রানিমা’ অমৃতা। দিনকয়েক আগেই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি। এরপর থেকেই কৃষ্ণনগরের পদ্ম-প্রার্থী হিসেবে জোরালো হতে শুরু করে তাঁর নাম। এরপর আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফ থেকে অমৃতার নাম ঘোষণা করা হয়। একদিকে পোড় খাওয়া নেত্রী মহুয়া অন্যদিকে ‘রানিমা’ অমৃতা, দুই হেভিওয়েট নেত্রীর লড়াইয়ে বাজিমাত কে করে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর