সব সমস্যার সমাধান! আজই বিরাট পদক্ষেপ নিতে চলেছেন মমতা! গদগদ হবে আম জনতা

বাংলা হান্ট ডেস্কঃ আলু হোক বা পটল, কুমড়ো! বাজারে শাক-সবজি কিছুতে হাত পড়লেই যেন ছ্যাঁকা লাগছে। এককথায় বাজারে আগুন। ক্রমশ মধ্যভিত্তের নাগালের বাইরে চলে সবজির দাম (Vegetables Price Hike)। একসময় ৫০০ টাকার বাজারে ভরে যেত ব্যাগ, আজ সেই ৫০০ টাকার বাজারই ব্যাগের কোন কোণায় পড়ে রয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই অবস্থায় বাজারের হাল ধরতে এবার ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজই বিরাট পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাজারে মূল্যবৃদ্ধি প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী জানান, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে মূল্যবৃদ্ধি (Price Rise) নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

   

নবান্ন সূত্রে খবর, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। যাতে সুযোগ নিয়ে কোনো বিক্রেতা কালোবাজারি করতে না পারে তার জন্যে সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সাফ নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।

বাজারে চড়া দাম নিয়ন্ত্রণে ময়দানে নেমেছে রাজ্য প্রশাসন। প্রসঙ্গত গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে একই দশা বাজারের। গরমের সময় মূলত যেসকল সবজি পাওয়া যায় সবেরই আকাশ ছোঁয়া দাম। বাঙালির হেঁসেলে নিত্যপ্রয়োজনীয় যেসকল সবজি লাগে সবই সাধ্যের বাইরে।

বর্তমানে বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা কিলো দরে। টমেটো ৮০-১০০ টাকা কিলো। চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা প্রতি কিলো। পেঁয়াজ বিকচ্ছে ৫৫-৬০ টাকা কিলো দরে। এককথায় সবই অগ্নিমূল্য। বিক্রেতারা জানাচ্ছেন বৃষ্টি ঘাটতিজনিত কারণেই এই মূল্যবৃদ্ধি।

nabanna mamata 1

আরও পড়ুন: রোদ উধাও হয়ে ছেয়ে যাবে কালো মেঘ! কিছুক্ষণেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে

এই অবস্থায় বাজারে কোনো বিক্রেতা অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, সেই দিকে নজরদারি রাখতে রাজ্য কৃষি বিপণন দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উপর আজ বাজার কমিটির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এই বিষয়ে কিছুটা সুরাহা হবে বলেই আশাবাদী আমজনতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর