যখন ৩৭০ তুলে দেওয়া হয়েছিল, তখন পাকিস্তান আর কেজরীবালের ব্যথা হয়েছিলঃ যোগী আদিত্যনাথ

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর বিধানসভার নির্বাচনী (Delhi Assembly Election) প্রচার অভিযানে যাওয়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath) দিল্লীর তুগলকাবাদে একটি জনসভায় ভাষণ দেন। জনসভা ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে (arvind kejriwal) আক্রমণ করেন।

যোগী আদিত্যনাথ বলেন ‘কেজরীবালে পক্ষে পাকিস্তানের মন্ত্রী আবেদন করে বলছেন যে, দিল্লীতে অরাজকতা ছড়িয়ে ভালো করেছে কেজরীবাল। আমি জিজ্ঞাসা চাই, যেই কাজের জন্য পাকিস্তান খুশি হচ্ছে, সেটা নিয়ে আপনাদের খুশি হবে? এনার সাথে পাকিস্তানের এত সম্পর্ক কিসের?”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করে বলেন, ‘যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছিল, তখন ব্যাথা পাকিস্তান আর অরবিন্দ কেজরীবাল পেয়েছিল।” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেজরীবালের উপর আক্রমণ করে বলেন, কেজরীবার আর আম আদমি পার্টি শাহিনবাগের প্রদর্শনকারীদের পাশে আছে। পাকিস্তানের মন্ত্রী আর আম আদমি পার্টির নেতা একই সুরে কথা বলছে।

1 26

তিন তালাক ইস্যু তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কয়েক দশক ধরে তিন তালাক নামের কুপ্রথা মুসলিম মহিলাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। মুসলিম মহিলাদের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক ব্যান করে দেন। যোগী বলেন, বছর বছর ধরে কংগ্রেস যেই কাজ আটকে রেখেছিল, সেই অযোধ্যা মন্দিরের নির্মাণের কাজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই সম্ভব হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর