কমতে চলেছে CNG-PNG এর দাম, আসতে চলেছে নয়া নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে প্রতি মাসের প্রথম তারিখ বা প্রথম সপ্তাহে সিএনজি ও পিএনজির (CNG-PNG) দাম বেশিরভাগ সময়ই পরিবর্তিত হয়। কার্যত মাসের প্রথম সপ্তাহে রাজধানী ও মুম্বইয়ে গ্যাসের দাম বদল করে পেট্রলিয়াম কোম্পানিগুলো।

সম্প্রতি কিরিট পারিখ কমিটিকে (Kirit Parikh Committee) ভারতে গ্যাস-ভিত্তিক অর্থনীতির প্রচারের জন্য বাজার-ভিত্তিক, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য মূল্য নির্ধারণের ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, কমিটি এর জন্য দুটি ভিন্ন মূল্য নির্ধারণের পদ্ধতির গ্রহণের পরামর্শ দিতে পারে।

বিগত কয়েক মাসে দিল্লি-এনসিআর ও মুম্বইতে সিএনজি ও পিএনজির দাম বেড়েছে। এবার সিএনজি ও পিএনজির দাম কার্যত কমতে পারে সাথেই পাবলিক সেক্টর কোম্পানিগুলির পুরানো ক্ষেত্রগুলি থেকে প্রাকৃতিক গ্যাসের জন্য একটি মূল্যসীমা নির্ধারণ করা যেতে পারে। কিরিট পারিখ কমিটির নেতৃত্বে গ্যাসের মূল্য পর্যালোচনা কমিটি এই সুপারিশগুলি প্রদান করতে পারে বলে জানা গিয়েছে ।

CNG

সূত্রের খবর পারিখ কমিটিকে ভারতে বাজার-ভিত্তিক, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য মূল্য নির্ধারণের ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়ার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, কমিটি তার জন্য দুটি ভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতির পরামর্শ দিতে পারে। সাথেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) পুরানো ক্ষেত্র থেকে আসা গ্যাসের জন্য মূল্যসীমা নির্ধারণের সুপারিশ করতে পারে।
খুব শীঘ্রই সরকারের কাছে এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে কমিটির কর্মকর্তারা জানিয়েছেন। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে দাম যাতে গত বছরের ন্যায় গ্যাস উৎপাদন খরচের নীচে না নামে অথবা বর্তমান হারের মতো রেকর্ড উচ্চতায় না পৌঁছায়। এই মূল্যের ব্যবস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের KG-D6 এবং এর UK অংশীদার BP Plc-এর কঠিন ক্ষেত্রগুলিতেও প্রযোজ্য।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর