‘যা হচ্ছে..,’ আরজি করের নির্যাতিতাকে নিয়ে সমানে কুমন্তব্য, এবার বড় নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। দিকে দিকে প্রতিবাদে নেমেছে বাংলার সকল শ্রেণীর মানুষ। ওদিকে রাজ্যে উত্তপ্ত অবহের মধ্যেই সম্প্রতি ভাইরাল হয় এক ভিডিও। যেখানে দেখা যায় কলকাতার এক বাসে আর জি কর-এর নির্যাতিতাকে নিয়ে কুমন্তব্য করার জন্য এক পুরুষ যাত্রীর সাথে তুমুল বচসায় জড়ান বাসের মহিলা যাত্রীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখনও ঘুরছে।

এরই মাঝে আর জি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ছবি ব্যবহার করে কুমন্তব্যের অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী শুভব্রত চৌধুরী। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে সেই মামলা ওঠে।

আরও পড়ুন: Urfi Javed: লোকের গালি খেয়েই কোটিপতি, ছেঁড়াফাটা পোশাক দিয়ে কত টাকার সম্পত্তি বানিয়েছেন উরফি!

মামলাকারীর দাবি ছিল, আর জি করের নির্যাতিতার ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমে প্ৰতিনিয়ত কুমন্তব্য করছে কিছু যুবক। পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে। এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি তাদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে বিচারপতির মন্তব্য, “এক্ষেত্রে যে ধরণের মন্তব্য করা হয়েছে সেটা সমাজের কোন মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।”

Calcutta High Court on giving ration dealership to criminal wife

আরও পড়ুন: সচিন-ধোনিকে টপকে গিয়ে “বিরাট” নজির কোহলির, দিলেন সর্বোচ্চ ট্যাক্স, পরিমাণ জানলে চমকে যাবেন

এরপরই অভিযোগের গোটা বিষয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। অভিযোগগুলি খতিয়ে দেখে সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে সিবিআইয়ের সাইবার অপরাধের জন্য কোন আলাদা শাখা না থাকায় কলকাতা পুলিশের সাইবার শাখাকে এবিষয়ে রিপোর্ট দেওয়ার বিষয়ে আর্জি জানান মামলায় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। আগামী ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর