বাংলা হান্ট ডেস্ক : যেই জিতুক, কংগ্রেস (Congress) বা বিজেপি (BJP), সিপিএম (CPIM)-সেই শূন্যই। কর্নাটকে (Karnataka) কংগ্রেস জিততেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিপিআইএম (CPIM) নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। দাবি, এটা নাকি তাদের ‘নৈতিক জয়’। কারণ বাংলার মতো কর্নাটক বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা।
চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল বামেরা। একটাতেও জয় পায়নি। এমনকী, একটা সময়ের বাম দূর্গ হিসেবে পরিচিত বাগেপল্লি আসনেও তৃতীয় স্থানে বাম প্রার্থী। মুখ ফিরিয়েছে বাগেপল্লির ভোটাররাও। বাংলার জোটসঙ্গী কংগ্রেস কর্নাটকে এত ভালো ফল করলেও কেন হারিয়ে গেল বামেরা? রাজনৈতিক মহলে চলছে তর্জা।
বাগেপল্লি আসনে জয়ী কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ১২৮টি ভোট। দ্বিতীয় স্থান থাকা BJP প্রার্থী পেয়েছেন ৬২ হাজার ২২৫ ভোট। সেখানে CPIM-এর জুটেছে মোটে ১৯ হাজার ৪০৩টি ভোট। আশা করলেও বাগেপল্লির ভোটারদের মন জয় করতে ব্যর্থ হলেন বাম নেতা অনীল কুমার।
এর আগে তিনবার কর্নাটকের এই আসন থেকে জয়ী হয়েছিল সিপিআইএম। ২০১৮ সালেও সিপিআইএম এই আসন থেকে ৩১.৪৩ শতাংশ ভোট পেয়েছিল। সেখানে এবার অনীল কুমারের ঝুলিতে মাত্র ১১.৩২ শতাংশ। এই আসনে অনীল কুমারকে সমর্থন জানিয়েছিল সিপিআই এবং জেডিএস। তা সত্ত্বেও তাদের ঝুলি ফাঁকাই থাকল।
বাগেপল্লি আসনের কংগ্রেস প্রার্থী এস এন সুব্বারেড্ডি পেয়েছেন ৪৩ শতাংশেরও বেশি ভোট। এর আগের নির্বাচনে তিনি পরাজিত করেছিলেন সিপিআইএম-এর প্রার্থী জি ভি শ্রীরমারেড্ডিকে। ১৪ হাজার ১৩ ভোটে হেরেছিলেন সিপিআইএম প্রার্থী।২০১৩ সালে সুব্বারেড্ডি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন এই বাগেপল্লি আসন থেকেই। সে সময়ও তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল সিপিআইএম, জেডিএস এবং কংগ্রেস।